মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

খুন গুম যেন পিপড়া মারা ফাঁসির আদেশ ব্যাপার না সত্য জিতে সৎ পথেই কোন ভাবেই ক্ষ্যাপার না! দুর্বল লড়ে শক্তি দিয়ে ভরসা তার বন্দুকে আদর্শ কার আল্লাহ রাসূল? আল্লাহ টানেন বন্ধুকে!

খুন গুম যেন পিপড়া মারা
ফাঁসির আদেশ ব্যাপার না
সত্য জিতে সৎ পথেই
কোন ভাবেই ক্ষ্যাপার না!
দুর্বল লড়ে শক্তি দিয়ে
ভরসা তার বন্দুকে
আদর্শ কার আল্লাহ রাসূল?
আল্লাহ টানেন বন্ধুকে!

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো? আমিতো দেখিনি পাক-হায়েনাদের ভয়াবহ ২৫শে মার্চ দেখেছি অক্টোবরে ২৮শে খুন ঝরিয়ে তার উপরে লাজ দেখেছি ফ্লাইওভারে চাঁপা পড়া স্বপ্নগুলি মানবতার ধ্বজাধার ঈদের মুখে ফাঁকা বুলি দেখেছি কেউ জাগেনি রাগেনি জাগো চলো! আমিতো দেখিনি বাহান্নতে ভাষার তরে প্রাণ দেয়া একুশ দেখেছি পিলখানাতে বুকফাঁটা হাহাকার তবুও হইনি বেহুঁশ দেখেছি তাজরিনের ঐ ফ্যাশন হাউস পুড়ল যেদিন কিভাবে মুছবে জাতি এই গ্লানি আর শুধবে এ ঋণ তবুও দুচোখ আজি হয় না কেন ছলোছলো? দেখেছি সাভারের ঐ রানা-প্লাজায় বাঁচাও বাঁচাও আহাজারি দেখেছি মতিঝিলে অন্ধকারে রক্তখেলায় আকাশ ভারি একে একে সবই যায় স্মৃতিঘোড়া থেমে নেবে আবেগের আহা উহু কদিন পরেই যায়গো থেমে কত লাশ কত গুণে তুমি আমি জাগবে৷ বলো?

আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো?

আমিতো দেখিনি পাক-হায়েনাদের ভয়াবহ ২৫শে মার্চ
দেখেছি অক্টোবরে ২৮শে খুন ঝরিয়ে তার উপরে লাজ
দেখেছি ফ্লাইওভারে চাঁপা পড়া স্বপ্নগুলি
মানবতার ধ্বজাধার ঈদের মুখে ফাঁকা বুলি
দেখেছি কেউ জাগেনি রাগেনি জাগো চলো!

আমিতো দেখিনি বাহান্নতে ভাষার তরে প্রাণ দেয়া একুশ
দেখেছি পিলখানাতে বুকফাঁটা হাহাকার তবুও হইনি বেহুঁশ
দেখেছি তাজরিনের ঐ ফ্যাশন হাউস পুড়ল যেদিন
কিভাবে মুছবে জাতি এই গ্লানি আর শুধবে এ ঋণ
তবুও দুচোখ আজি হয় না কেন ছলোছলো?

দেখেছি সাভারের ঐ রানা-প্লাজায় বাঁচাও বাঁচাও আহাজারি
দেখেছি মতিঝিলে অন্ধকারে রক্তখেলায় আকাশ ভারি
একে একে সবই যায় স্মৃতিঘোড়া থেমে নেবে
আবেগের আহা উহু কদিন পরেই যায়গো থেমে
কত লাশ কত গুণে তুমি আমি জাগবে৷ বলো?

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

কি দরকার ছিল এই বয়সে তুমি শিশু মরার বাপ মা তোমায় কাল খুঁজেনি আজ পারেনি ধরার কখন কে হয় কাহার আধার কাহার পেটটা ভরে কেউ জানে না জন্মে কখন কে যে কখন মরে! দোষ করিলে বাপ মা করে সরকার করে কিছু জিহাদ তুমি জান্নাতে যাও জাতি বড় নিচু!

কি দরকার ছিল এই বয়সে
তুমি শিশু মরার
বাপ মা তোমায় কাল খুঁজেনি
আজ পারেনি ধরার
কখন কে হয় কাহার আধার
কাহার পেটটা ভরে
কেউ জানে না জন্মে কখন
কে যে কখন মরে!
দোষ করিলে বাপ মা করে
সরকার করে কিছু
জিহাদ তুমি জান্নাতে যাও
জাতি বড় নিচু!

আগে যদি জানতাম আমি পাইপের ভিতরে উড়ে গিয়ে দেখে আসতাম জিহাদ কি করে! দুচোখ জুড়ে ঘুম আসেনি বাঁচাও বাঁচাও ডাক জিহাদ কুপে কেমনে ঘুমাই এক রাতই তো‚ থাক! রশি ব্যাগে উঠে আসে আবার পড়ে যায় ক্ষণে ক্ষণে পাউরুটি জুস চিবায় চিবায় খায় মরে নাইরে মরে নাই নড়ে উঠেছে সময় টিভির সঙ্গে থাক সংবাদ জুটেছে! একবার শুনি পরিত্যক্ত মানব চিহ্ন নাই হঠাৎ করে উদ্ধার ছাড়াই প্রিন্সের দেখা পাই কোথায় কাহার বাপ মা লুকায় পোলা হারাইছে? নাটকিরা কাইন্দা বলে জিহাদ বারাইছে!

আগে যদি জানতাম আমি
পাইপের ভিতরে
উড়ে গিয়ে দেখে আসতাম
জিহাদ কি করে!
দুচোখ জুড়ে ঘুম আসেনি
বাঁচাও বাঁচাও ডাক
জিহাদ কুপে কেমনে ঘুমাই
এক রাতই তো‚ থাক!
রশি ব্যাগে উঠে আসে
আবার পড়ে যায়
ক্ষণে ক্ষণে পাউরুটি জুস
চিবায় চিবায় খায়
মরে নাইরে মরে নাই
নড়ে উঠেছে
সময় টিভির সঙ্গে থাক
সংবাদ জুটেছে!
একবার শুনি পরিত্যক্ত
মানব চিহ্ন নাই
হঠাৎ করে উদ্ধার ছাড়াই
প্রিন্সের দেখা পাই
কোথায় কাহার বাপ মা লুকায়
পোলা হারাইছে?
নাটকিরা কাইন্দা বলে
জিহাদ বারাইছে!

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

এক সাথেই তো ছিলাম সুখে হেড আর সহকারী আজ কেন যে ভিন্ন খাওয়া থাকছি একই বাড়ি সুখের দুঃখের কথা কইতাম গলায় গলায় ধরি রাজপথে গিয়ে মানববন্ধন একসাথেই তো করি সরকার দিল হেডরে দাওয়াত কম সংখ্যক বলে আমরা নাকি বেশি খাব মাছ আর গোস্ত পেলে হেড লোভীরা একবারও তো বলল না খাব না সহকারীদের না খাওয়ালে বাড়ি ফিরে যাব না জনমের মত খেয়ে নিল একা ভাবেনি বন্ধু তারই কম খেয়ে পড়ে বেশি পড়াবে কেমনে সহকারী আজ তো দেখি বেশ খুশিতে সাংবাদিক সম্মেলনে প্রধান শিক্ষক সমিতি প্রকাশ করছে আপন মনে হেড ভাই আমার কেমন বলো আলাদা খাওয়ার স্বাদ নিজের উদর ঠিক ভরালে সহকারীরা বরবাদ!

এক সাথেই তো ছিলাম সুখে হেড আর সহকারী
আজ কেন যে ভিন্ন খাওয়া থাকছি একই বাড়ি
সুখের দুঃখের কথা কইতাম গলায় গলায় ধরি
রাজপথে গিয়ে মানববন্ধন একসাথেই তো করি
সরকার দিল হেডরে দাওয়াত কম সংখ্যক বলে
আমরা নাকি বেশি খাব মাছ আর গোস্ত পেলে
হেড লোভীরা একবারও তো বলল না খাব না
সহকারীদের না খাওয়ালে বাড়ি ফিরে যাব না
জনমের মত খেয়ে নিল একা ভাবেনি বন্ধু তারই
কম খেয়ে পড়ে বেশি পড়াবে কেমনে সহকারী
আজ তো দেখি বেশ খুশিতে সাংবাদিক সম্মেলনে
প্রধান শিক্ষক সমিতি প্রকাশ করছে আপন মনে
হেড ভাই আমার কেমন বলো আলাদা খাওয়ার স্বাদ
নিজের উদর ঠিক ভরালে সহকারীরা বরবাদ!

সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪

সহকারী রা নই মাস্টার কামলা খাটি পড়া কাজটার কাম করে যাই নাম হয় না বাজারে আমার দাম কয় না গ্রেডটা দেখো‚ কতটা নিচে! হিসাবে আমায় কে ধরিছে? তৃতীয় শ্রেণী; পড়াতে পারি? মাস্টার নই শুধু সহকারী! চাকরি ছাড়ো! যাও গা বাড়ি! কারও সাথে রে চলে না আঁড়ি!

সহকারী রা
নই মাস্টার
কামলা খাটি
পড়া কাজটার
কাম করে যাই
নাম হয় না
বাজারে আমার
দাম কয় না
গ্রেডটা দেখো‚
কতটা নিচে!
হিসাবে আমায়
কে ধরিছে?
তৃতীয় শ্রেণী;
পড়াতে পারি?
মাস্টার নই
শুধু সহকারী!
চাকরি ছাড়ো!
যাও গা বাড়ি!
কারও সাথে রে
চলে না আঁড়ি!

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

মন ভাল নেই তাও বলি না; কেউ বলে না ভাত খেলি না? সরকার কার? কারে ভালবাসে? আঁধারে আলো কোথা থেকে আসে? কে কারিগর কে কি বানায়? মানুষ হলে কোন্ আঙ্গিনায়? জানো কি তুমি কত বড় আজ! কে বেশী খায় কে করে কাজ?!

মন ভাল নেই
তাও বলি না;
কেউ বলে না
ভাত খেলি না?
সরকার কার?
কারে ভালবাসে?
আঁধারে আলো
কোথা থেকে আসে?
কে কারিগর
কে কি বানায়?
মানুষ হলে
কোন্ আঙ্গিনায়?
জানো কি তুমি
কত বড় আজ!
কে বেশী খায়
কে করে কাজ?!

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪

কোন্ কারণে আন্দোলনে আপন মনে করতে গিয়ে কোন্ কারণে দুঃখ পেলাম শয়তানিটা ধরতে গিয়ে কোন্ কারণে সহকারীর হৃদয়জুড়ে কালো মেঘে কোন্ কারণে হতাশা আর কাঁদছে কেন কোন্ আবেগে? কোন্ কারণে প্রমোশনের দরজা কেন বন্ধ আজি কোন্ কারণে শিক্ষক হবে থার্ডক্লাস বলে কোন্ সে পাজি কোন্ কারণে ইস্কুল থুয়ে রাজপথে যাই থাকব ঘরে কোন্ কারণে ইটের বাড়ি লাগবে বানাই ঐ কবরে? কোন্ কারণে প্রশ্ন ফাঁসে পরীক্ষাতে না পড়ে পাস কোন্ কারণে টিফিন খাবে শিক্ষকেরা মালমচা ঘাস কোন্ কারণে গড়তে জাতি জ্বালাও বাতি অন্ধকারে বলছি কারে বারে বারে তেল পানি দাও স্বপ্নটারে!

কোন্ কারণে আন্দোলনে
আপন মনে করতে গিয়ে
কোন্ কারণে দুঃখ পেলাম
শয়তানিটা ধরতে গিয়ে
কোন্ কারণে সহকারীর
হৃদয়জুড়ে কালো মেঘে
কোন্ কারণে হতাশা আর
কাঁদছে কেন কোন্ আবেগে?
কোন্ কারণে প্রমোশনের
দরজা কেন বন্ধ আজি
কোন্ কারণে শিক্ষক হবে
থার্ডক্লাস বলে কোন্ সে পাজি
কোন্ কারণে ইস্কুল থুয়ে
রাজপথে যাই থাকব ঘরে
কোন্ কারণে ইটের বাড়ি
লাগবে বানাই ঐ কবরে?
কোন্ কারণে প্রশ্ন ফাঁসে
পরীক্ষাতে না পড়ে পাস
কোন্ কারণে টিফিন খাবে
শিক্ষকেরা মালমচা ঘাস
কোন্ কারণে গড়তে জাতি
জ্বালাও বাতি অন্ধকারে
বলছি কারে বারে বারে
তেল পানি দাও স্বপ্নটারে!

জীবন বাঁচাও ধৈর্য ধর; কম কম খাও নয় তো মর! ইস্কুল? নাকি বেতন বড়? আন্দোলন তো কেমনে কর? মুখে তোমার পড় পড় এই না তুমি শিক্ষক বড়! কে বলেছে মিছিল কর? তোমরা না ভাই মানুষ কর?

জীবন বাঁচাও ধৈর্য ধর;
কম কম খাও নয় তো মর!
ইস্কুল? নাকি বেতন বড়?
আন্দোলন তো কেমনে কর?
মুখে তোমার পড় পড়
এই না তুমি শিক্ষক বড়!
কে বলেছে মিছিল কর?
তোমরা না ভাই মানুষ কর?

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

আরো এক লাখ নিয়োগ হবে! বেতন কেমনে বাড়ে? কমাও তবে! পাঁচ লাখ শিক্ষক‚ এক টাকা বাড়ালে কত লাগে জানো? সহকারীর গ্রেড ধরে নিচে নামিয়ে আনো! স্কুল বাড়াও বেঞ্চ বানাও ছাত্র বাড়াও দাঁড়াও আমলা‚ একটু দাঁড়াও! এতত শিক্ষক! চতুর্থ শ্রেণী কর! রাজপথে দাবি-দাওয়া? গলায় ধর! জানি তো শিক্ষক জাতি গড়া কাজ পড়িয়েছে আমায়ও‚ ভুললে কি লাজ?

আরো এক লাখ নিয়োগ হবে!
বেতন কেমনে বাড়ে? কমাও তবে!
পাঁচ লাখ শিক্ষক‚
এক টাকা বাড়ালে কত লাগে জানো?
সহকারীর গ্রেড ধরে নিচে নামিয়ে আনো!
স্কুল বাড়াও বেঞ্চ বানাও ছাত্র বাড়াও
দাঁড়াও আমলা‚ একটু দাঁড়াও!
এতত শিক্ষক! চতুর্থ শ্রেণী কর!
রাজপথে দাবি-দাওয়া? গলায় ধর!
জানি তো শিক্ষক জাতি গড়া কাজ
পড়িয়েছে আমায়ও‚ ভুললে কি লাজ?

শীতকালীন কি বন্ধ হবে? হয় তো স্কুলে যেতেই হবে! নতুন ধানরা ক্ষেতেই থাক পিঠা খাওয়া থেমেই যাক!

শীতকালীন কি বন্ধ হবে?
হয় তো স্কুলে যেতেই হবে!
নতুন ধানরা ক্ষেতেই থাক
পিঠা খাওয়া থেমেই যাক!

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

না খেয়ে মরবা না ঠিকঠাক পড়াও বেতন দিবই তো কেন তো ডরাও? তোমরা শিক্ষক জাতি গড়া কাজ কম টাকা কম খাও তাতে কিরে লাজ? আলাদা স্কেল দিব আরো কত কি! বেতনের সাথে নিও লাগিয়ে পিপি! ইটে ঘর পঁচা হয় লাগিও খুঁটি ইলিশের মতই তো দেখতে পুটি! তোমায় তো দিবই দাম বাড়ানি যোগ্যতাভিত্তিক ঘুম পাড়ানি!

না খেয়ে মরবা না
ঠিকঠাক পড়াও
বেতন দিবই তো
কেন তো ডরাও?
তোমরা শিক্ষক
জাতি গড়া কাজ
কম টাকা কম খাও
তাতে কিরে লাজ?
আলাদা স্কেল দিব
আরো কত কি!
বেতনের সাথে নিও
লাগিয়ে পিপি!
ইটে ঘর পঁচা হয়
লাগিও খুঁটি
ইলিশের মতই তো
দেখতে পুটি!
তোমায় তো দিবই
দাম বাড়ানি
যোগ্যতাভিত্তিক
ঘুম পাড়ানি!

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

সবাই আমায় স্বাধীন বলে স্বাধীন কথা বলতে নাই স্বাধীন হলে স্বাধীন হয়ে সত্ পথে কে চলতে চাই? সবাই আমায় স্বাধীন বলে তুমি কি ভাই স্বাধীন না? সত্কামীরা কোণঠাসা আজ নষ্ট নাচে তা-ধিন-তা!

সবাই আমায় স্বাধীন বলে
স্বাধীন কথা বলতে নাই
স্বাধীন হলে স্বাধীন হয়ে
সত্ পথে কে চলতে চাই?
সবাই আমায় স্বাধীন বলে
তুমি কি ভাই স্বাধীন না?
সত্কামীরা কোণঠাসা আজ
নষ্ট নাচে তা-ধিন-তা!

নিরাপত্তা নাই আজি দিন যায় কি ভয়ের! উল্লাস করবই তো দিবস তো বিজয়ের!

নিরাপত্তা নাই আজি
দিন যায় কি ভয়ের!
উল্লাস করবই তো
দিবস তো বিজয়ের!

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

সকালে বের হই সন্ধ্যায় বাড়ি সারাদিন ইস্কুল আর কিছু পারি? তারপরও বলো যদি পড়া হয় না; শিক্ষক শিক্ষার পরাজয় না? কী আছে আমাদের হিংসা করার? কাজই তো পড়া আর মানুষ গড়ার! বেতন না দাও থাক শিক্ষক নাম আরো দিও যত করি সরকারি কাম! তোমারই তো ছেলেমেয়ে আমিই পড়াই ক খ এক দুইয়ে হাতটা ধরাই!

সকালে বের হই
সন্ধ্যায় বাড়ি
সারাদিন ইস্কুল
আর কিছু পারি?
তারপরও বলো যদি
পড়া হয় না;
শিক্ষক শিক্ষার
পরাজয় না?
কী আছে আমাদের
হিংসা করার?
কাজই তো পড়া আর
মানুষ গড়ার!
বেতন না দাও থাক
শিক্ষক নাম
আরো দিও যত করি
সরকারি কাম!
তোমারই তো ছেলেমেয়ে
আমিই পড়াই
ক খ এক দুইয়ে
হাতটা ধরাই!

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

যার আছে চুলকানি তারে দে দৌড়ানি! -যে বলে পড়াই না; কেন তার শয়তানি? চোখে দে লালপানি! -আয় তারে ধরাই পা! সে কি বই পড়েছে? না কি বই ধরেছে? -ক খ বলতে বল! তারাই তো পিছে বয়! কোন দিন পড়া কয়? -বেয়াদপ অবিকল!

যার আছে চুলকানি
তারে দে দৌড়ানি!
-যে বলে পড়াই না;
কেন তার শয়তানি?
চোখে দে লালপানি!
-আয় তারে ধরাই পা!
সে কি বই পড়েছে?
না কি বই ধরেছে?
-ক খ বলতে বল!
তারাই তো পিছে বয়!
কোন দিন পড়া কয়?
-বেয়াদপ অবিকল!

কত বড় তুমি? পারলে ঠেকাও! উহুহু কী শীত! শক্তি দেখাও!!! দুর্বল দেখলেই; কিল ঘুষি মার! পরের সম্পদে লোভ যে তোমার! বাহাদুরী কই এই শীতে আজ? মানুষ হইয়ো যদি থাকে লাজ!

কত বড় তুমি?
পারলে ঠেকাও!
উহুহু কী শীত!
শক্তি দেখাও!!!
দুর্বল দেখলেই;
কিল ঘুষি মার!
পরের সম্পদে
লোভ যে তোমার!
বাহাদুরী কই
এই শীতে আজ?
মানুষ হইয়ো
যদি থাকে লাজ!

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

স্বপ্নে দেখি না কত দিন হয় ইলিশ ভাজছে মা এই তো ভাজা শেষ হয়েছে এই নে বাবা খা! দাও না মা আর একটা চাক দেই না সে আর ডাক ইলিশ এখন সোনার ইলিশ খাওয়ার কথা থাক! কে আছো গো ইলিশ পাড়ের বন্ধু ফেসবুকের? ইলিশ কত স্বাদের ছিল দিন ছিল সুখের!

স্বপ্নে দেখি না কত দিন হয়
ইলিশ ভাজছে মা
এই তো ভাজা শেষ হয়েছে
এই নে বাবা খা!
দাও না মা আর একটা চাক
দেই না সে আর ডাক
 ইলিশ এখন সোনার ইলিশ
খাওয়ার কথা থাক!
কে আছো গো ইলিশ পাড়ের
বন্ধু ফেসবুকের?
ইলিশ কত স্বাদের ছিল
দিন ছিল সুখের!

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

দারুণ অফার! লাগবে কার? স্নাতক পুরুষ নারী ইন্টার! এবার শোন শতকরা হার! ষাটটা নারী সুযোগ বাড়ার! নারীদের দেশ; চলছেও বেশ! তুমি তো পুরুষ ভাগ কি আবার?

দারুণ অফার!
লাগবে কার?
স্নাতক পুরুষ
নারী ইন্টার!
এবার শোন
শতকরা হার!
ষাটটা নারী
সুযোগ বাড়ার!
নারীদের দেশ;
চলছেও বেশ!
তুমি তো পুরুষ
ভাগ কি আবার?

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

এক টাকা দুই টাকা না‚ নব্বই লাখ! আমি বলি- বেতনের তফাৎটা আরো বেশি থাক! সে তো এলো ডাইরেক্ট স্বর্গ হতে! তার সম কে আছে পৃথিবীতে? আমরা মাস্টার- আমাদের বেতনটা আষ্ট হাজার এক লাখ পাবে ঐ স্বর্গীয় দূতটা ভবের বাজার! হায় আমি জানি না! কি খেয়ে‚ পাস করে এত সম্মান? শিক্ষক করে মোরে সরকার দেয় অত কান ধরে টান! ও বাপু! আমারে বলে দাও না! তফাৎটা এত কেন? আমাদের মত তুমি ভাত খাও না?

এক টাকা দুই টাকা না‚ নব্বই লাখ!
আমি বলি-
বেতনের তফাৎটা আরো বেশি থাক!
সে তো এলো ডাইরেক্ট স্বর্গ হতে!
তার সম কে আছে পৃথিবীতে?
আমরা মাস্টার-
আমাদের বেতনটা আষ্ট হাজার
এক লাখ পাবে ঐ স্বর্গীয় দূতটা
ভবের বাজার!
হায় আমি জানি না!
কি খেয়ে‚ পাস করে এত সম্মান?
শিক্ষক করে মোরে সরকার দেয়
অত কান ধরে টান!
ও বাপু! আমারে বলে দাও না!
তফাৎটা এত কেন?
আমাদের মত তুমি ভাত খাও না?

গাঁয়ের পথে হাটছি শীতে ভিজছি শিশির বৃষ্টিতে জল মাখিয়ে যায় রে তনু কি অপরূপ সৃষ্টিতে! যেই মেঘেরা গগন পানে ছুটত দলে গ্রীষ্মকাল সূর্য লুকায় টান বুঝিবে মেঘ করে এক কান্না গাল। লেপ কাঁথারা ডাকছে আমায় আমায় জড়া আয় না রে! এমন ক্ষণে বাহিরে কেউ কাজবিহীনে যায় না রে!

গাঁয়ের পথে হাটছি শীতে
ভিজছি শিশির বৃষ্টিতে
জল মাখিয়ে যায় রে তনু
কি অপরূপ সৃষ্টিতে!
যেই মেঘেরা গগন পানে
ছুটত দলে গ্রীষ্মকাল
সূর্য লুকায় টান বুঝিবে
মেঘ করে এক কান্না গাল।
লেপ কাঁথারা ডাকছে আমায়
আমায় জড়া আয় না রে!
এমন ক্ষণে বাহিরে কেউ
কাজবিহীনে যায় না রে!

সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

আন্দোলনের ট্রেন ঝিকঝিক চলে না সহকারীদের কথা ঠিক ঠিক বলে না। সময় তো টিকটিকি যায় চলে হায় রে দাবি লই দাবি লই তাড়াতাড়ি আয় রে! শিক্ষক সমিতি নামে আছে কামে নাই আল্লাহর নাম নিয়া সবে চল মাঠে যাই!

আন্দোলনের ট্রেন
ঝিকঝিক চলে না
সহকারীদের কথা
ঠিক ঠিক বলে না।
সময় তো টিকটিকি
যায় চলে হায় রে
দাবি লই দাবি লই
তাড়াতাড়ি আয় রে!
শিক্ষক সমিতি
নামে আছে কামে নাই
আল্লাহর নাম নিয়া
সবে চল মাঠে যাই!

আলাদা বেতন স্কেল আশা করি আশা করি সুখ থাক বাসা ভরি আশা করি স্কেল হোক লোভনীয় ঘুচে যাক দিন যায় শোচনীয় হতে চাই মাস্টার আরো খুশি দিয়ে দাও আশা মনে যত পুশি আশা করি ঋণ দাও বাড়ি করি জীবন চালাতে আজ কেন লড়ি? আশা করি শিক্ষক কাছে নিও ডিগ্রির মর্যাদা দিয়ে দিও!

আলাদা বেতন স্কেল আশা করি
আশা করি সুখ থাক বাসা ভরি
আশা করি স্কেল হোক লোভনীয়
ঘুচে যাক দিন যায় শোচনীয়
হতে চাই মাস্টার আরো খুশি
দিয়ে দাও আশা মনে যত পুশি
আশা করি ঋণ দাও বাড়ি করি
জীবন চালাতে আজ কেন লড়ি?
আশা করি শিক্ষক কাছে নিও
ডিগ্রির মর্যাদা দিয়ে দিও!

প্রাইমারি মাস্টারি চাকরি হলে ভাবসাব গুড মুড যায় রে চলে। কন্ট্রোল করা দায় শিশুদের ঝাঁক সারাদিন কা কা যেমনটা কাক। বিয়ে হলে মাইনাসে মুডের পয়েন্ট যত ভাল পড় না গায়ে শার্ট পেন্ট। পিটিআই গেলে নারি গোনায় ধরে! ভাব কি থাকে অত কাজের পরে? প্রথমে দেখা যায় বড় অফিসার পন্ডিত হয়ে দেখ মুড কি তোমার!

প্রাইমারি মাস্টারি চাকরি হলে
ভাবসাব গুড মুড যায় রে চলে।
কন্ট্রোল করা দায় শিশুদের ঝাঁক
সারাদিন কা কা যেমনটা কাক।
বিয়ে হলে মাইনাসে মুডের পয়েন্ট
যত ভাল পড় না গায়ে শার্ট পেন্ট।
পিটিআই গেলে নারি গোনায় ধরে!
ভাব কি থাকে অত কাজের পরে?
প্রথমে দেখা যায় বড় অফিসার
পন্ডিত হয়ে দেখ মুড কি তোমার!

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

একদা রাতে একা ঘুম যাই বিশ্বাস করেন ঘুম আসে নাই! স্বপ্নে দেখি আঠারো হাজার! কয় টাকা খাব করব বাজার! চিমটি কেটে হাতে চামড়ায় সরকারি টাকা দিতে কামড়ায়! স্বপ্ন শেষে ভাঙ্গিল ঘুম বেতন বাজে গুড়ুম গুড়ুম। রাত তো গেল স্বপ্নও শেষ স্বপ্ন দেখেই ধন্য অশেষ!

একদা রাতে
একা ঘুম যাই
বিশ্বাস করেন
ঘুম আসে নাই!
স্বপ্নে দেখি
আঠারো হাজার!
কয় টাকা খাব
করব বাজার!
চিমটি কেটে
হাতে চামড়ায়
সরকারি টাকা
দিতে কামড়ায়!
স্বপ্ন শেষে
ভাঙ্গিল ঘুম
বেতন বাজে
গুড়ুম গুড়ুম।
রাত তো গেল
স্বপ্নও শেষ
স্বপ্ন দেখেই
ধন্য অশেষ!

প্রথম দ্বিতীয়রা বড় বড় অফিসার বেতনের তিন ভাগ সম্পদ সবি তার। তৃতীয় চতুর্থরা মেথর ও কামলা শিক্ষকও থার্ড ক্লাস বড় শুধু আমলা! যদি হয় ষোল গ্রেড বড়জোর এগার প্রাইমারি মাস্টার পড়ালেখা কী পার? শিক্ষক নিচে থাক সম্মান শাসনে শিক্ষক দৌড়াবে অন্যরা আসনে।

প্রথম দ্বিতীয়রা
বড় বড় অফিসার
বেতনের তিন ভাগ
সম্পদ সবি তার।
তৃতীয় চতুর্থরা
মেথর ও কামলা
শিক্ষকও থার্ড ক্লাস
বড় শুধু আমলা!
যদি হয় ষোল গ্রেড
বড়জোর এগার
প্রাইমারি মাস্টার
পড়ালেখা কী পার?
শিক্ষক নিচে থাক
সম্মান শাসনে
শিক্ষক দৌড়াবে
অন্যরা আসনে।

শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

আদরে দেয় বাবা ছেলের বিয়ে সম্মানী মোহরানা গয়না দিয়ে। আমার ছেলের বউ আমারই মেয়ে; পড়ালেখা করাব ঘুমাবে খেয়ে।

আদরে দেয় বাবা ছেলের বিয়ে
সম্মানী মোহরানা গয়না দিয়ে।
আমার ছেলের বউ আমারই মেয়ে;
পড়ালেখা করাব ঘুমাবে খেয়ে।
বয়স বেশি না সেভেনে পড়ে
কাম কাজ কিছু না থাকবে ঘরে।
বুড়ি যেন না বলে বউ রে কেহ
এক্কেবারে কঁচি দারুণ দেহ!
বন্ধক রেখে জমি গাছ বেচিয়া
ধুমধাম করে দিল ছেলের বিয়া!
বাবা সদাই করে বাজার থেকে
বউকে খাওয়াতে বলে মাকে ডেকে।
তরকারি কেটে মা রান্না শেষে
খাও বউ মা এসে বলছে হেসে।
কাজ তুমি কর না কর না গো মা!
খাওয়া হলেই খেয়ে ইস্কুলে যাবা!
---------------------------------
ছেলের বিয়ার আজ বার বছরে
কাম কর বলে না বাবা মা ডরে।
নোনাস বেড়াতে এলে বউয়ের কি জ্বর!
হাসপাতালে নে! নইলে যে ডর।
নোনদ শাশড়ি দেখে দুচোখ জ্বলে
আলাদা খাইতে চায় তলে তলে।
উত্তেজনায় ক্ষণে শাশুড়ি বকে
মুরির ঝাঁকরা খেয়ে বউরে ঠকে।
ছেলের জ্বর হল মা ঢালে পানি
জ্বরে কাঁপা শরীরে কাঁথা দেয় টানি।
আজ দেখি সেই বাবা মা বিছানায়
দুজন বিলাপ করে ছেলের মায়ায়।
কি জানি আছে রে ছেলের কপাল!
শান্তি আসবে আজি আসবে কি কাল!
দুচোখ ভিজছে আজি মনটা ভারি
ছেলে বলে, কষ্টটা পাওনা তারই!

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

ভরসা না বাবা মা ভরসা না বড় যব বিপদ কাটবে জানি আছে মোর সাথে রব! ধর্য্য পরীক্ষা হবে পাস করা কঠিনই প্রভু দেখি কি করেন দেখি সয়ে ক'দিনই!

ভরসা না বাবা মা
ভরসা না বড় যব
বিপদ কাটবে জানি
আছে মোর সাথে রব!
ধর্য্য পরীক্ষা হবে
পাস করা কঠিনই
প্রভু দেখি কি করেন
দেখি সয়ে ক'দিনই!

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪

হে আল্লাহ তুমি আমাদের সবার প্রিয় লোকটাকে সুস্থ করে দাও! তিনি খুবই অসুস্থ মনে হচ্ছে। তাঁর দুই দুই হাত উপরে তোলা ছবিতে দেখে মনে হচ্ছে তোমার সাহায্য চাচ্ছেন। তাঁর যত্ন ঠিকভাবে হচ্ছে না বোধয়। তোমার চেয়ে বড় চিকিৎসক আর কেউ নাই। আমিও তাঁর জন্য তোমার সাহায্য চাই! আমিন!

হে আল্লাহ তুমি আমাদের সবার প্রিয় লোকটাকে সুস্থ করে দাও! তিনি খুবই অসুস্থ মনে হচ্ছে। তাঁর দুই দুই হাত উপরে তোলা ছবিতে দেখে মনে হচ্ছে তোমার সাহায্য চাচ্ছেন। তাঁর যত্ন ঠিকভাবে হচ্ছে না বোধয়। তোমার চেয়ে বড় চিকিৎসক আর কেউ নাই। আমিও তাঁর জন্য তোমার সাহায্য চাই! আমিন!

ডিম থেকে বেরিয়ে কাঁদে ছোট্ট হাসের ছা তোমরা কি কেউ দেখেছো কোথায় আমার মা? কান্না শুনে দৌড়ে এসে মা বলল‚ মা! আর কেঁদো না কোলে এসো আমিই তোমার মা! তোমায় খুঁজতে খুঁজতে মাগো ব্যথা আমার পা আমায় ছেড়ে আবার যেন কোথাও যেও না!


ডিম থেকে বেরিয়ে কাঁদে
ছোট্ট হাসের ছা
তোমরা কি কেউ দেখেছো
কোথায় আমার মা?
কান্না শুনে দৌড়ে এসে
মা বলল‚ মা!
আর কেঁদো না কোলে এসো
আমিই তোমার মা!
তোমায় খুঁজতে খুঁজতে মাগো
ব্যথা আমার পা
আমায় ছেড়ে আবার যেন
কোথাও যেও না!

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

নারীদের সংসারে কত কত কাম ঘরে এসে আগে তারে জানাও সালাম। নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম! নারীহীন পুরুষের কত বদনাম! সংসারী কাম কাজে নারী করে খেলা স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা। পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার নারী খাবে অবশেষে থাকে না খাবার। পেয়াজ রসুন কাটে কাটে তরকারী সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি। কার লাগি করে নারী কোন্ দোষে দোষী? ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি! ভেবেছ নারীরে রব বানালেন কিসে? মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে! সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে; সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে। বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ! জীবনের দামে কিনে এমন স্বপন দিন-রাত পাবে তার পুরুষের মন। চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির পুরুষ হইলে পর কে আছে নারীর?

নারীদের সংসারে কত কত কাম
ঘরে এসে আগে তারে জানাও সালাম।
নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম!
নারীহীন পুরুষের কত বদনাম!
সংসারী কাম কাজে নারী করে খেলা
স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা।
পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার
নারী খাবে অবশেষে থাকে না খাবার।
পেয়াজ রসুন কাটে কাটে তরকারী
সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি।
কার লাগি করে নারী কোন্ দোষে দোষী?
ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি!
ভেবেছ নারীরে রব বানালেন কিসে?
মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে!
সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে;
সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে।
বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ
চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ!
জীবনের দামে কিনে এমন স্বপন
দিন-রাত পাবে তার পুরুষের মন।
চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির
পুরুষ হইলে পর কে আছে নারীর?

ভেবেছি গান আর গাওয়া হবে না পৃথিবীতে চিরদিন কেউ রবে না! যেই খাটে দাদা ছিল দাদার ঘরে আমি থাকি সেই খাটে দাদার পরে। প্রতিদিন কানে শুনি শোক সংবাদ ভাবি আমল করি কাম কাজ বাদ। সাধ ছিল দেশটাকে সুন্দর দেখি দেহে থাকতে প্রাণ তা পূরবে কি!

ভেবেছি গান আর গাওয়া হবে না
পৃথিবীতে চিরদিন কেউ রবে না!
যেই খাটে দাদা ছিল দাদার ঘরে
আমি থাকি সেই খাটে দাদার পরে।
প্রতিদিন কানে শুনি শোক সংবাদ
ভাবি আমল করি কাম কাজ বাদ।
সাধ ছিল দেশটাকে সুন্দর দেখি
দেহে থাকতে প্রাণ তা পূরবে কি!

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

গায়ে আমার পুরান জামার ভাজ সরকার চায় স্কুলে দেই নাচ। সখি যেন কেমনে কথা কয়; মন ছাড়া কি ভালবাসা হয়?

গায়ে আমার পুরান জামার ভাজ
সরকার চায় স্কুলে দেই নাচ।
সখি যেন কেমনে কথা কয়;
মন ছাড়া কি ভালবাসা হয়?

বাপ মারে দুঃখ দিয়া মনেরে না মানাইয়ো দূরে যদি কোথাও যাও বাপ মারে জানাইয়ো বারে বাপ কই যাস? না করি যাইস না! আয় বাবা ঘরে আয় রোদে কিন্তু রইস না!

বাপ মারে দুঃখ দিয়া
মনেরে না মানাইয়ো
দূরে যদি কোথাও যাও
বাপ মারে জানাইয়ো
বারে বাপ কই যাস?
না করি যাইস না!
আয় বাবা ঘরে আয়
রোদে কিন্তু রইস না!

সব ছবি কথা কয়? -কয় না! কিছু কথা হাছা হয়; এই দেখো কি ছবি বাস্তব কথা কয়!

সব ছবি কথা কয়?
-কয় না!
কিছু কথা হাছা হয়;
এই দেখো কি ছবি
বাস্তব কথা কয়!

কোন ভাবেই জাতি যেন সুশিক্ষিত না হয় রে

কোন ভাবেই জাতি যেন
সুশিক্ষিত না হয় রে;
দাবী দাওয়া জলে ডুবাও
শিক্ষক মুখে যা কয় রে!
হুমকি থাকে শাসক মনে
মূর্খ আমি কোথায় যাই?
জাতি যদি শিক্ষত হয়
কদর কি আর থাকে তাই!
প্রাইমারিতে চুরি শিখাও
দূর্বল কর পড়ার মান
বড় হয়ে সেল্যুট দিবে
দেশের হবে সোনার চান।
যদি পার বাদ দিয়ে দাও
প্রাইমারি স্কুল না থাকুক
শিক্ষকেরা জাতি গড়বে
এমন দিন আর না আসুক!

রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

বাজার থেকে আধা কেজি কাঁচা মরিচ আনিও নয়তো রাতে আলু ভর্তা মরিচ ছাড়া জানিও! গুড়া হলুদ আধা কেজি প্রাণ হইলে ভাল হয় আগের বারও আননি গো, একটা কথা কত কয়? আড়াই কেজি পেয়াজ আনবা ইন্ডিয়ান না খবরদার পেয়াজ নিয়া ঘরের মাঝে বাজাবাজির কি দরকার! ধনিয়া পাতা দেখে আনবা ভাল কিংবা মন্দ শুকনা মরিচ না আনলে যে ভর্তা খাওয়া বন্ধ! লাল আলু এক কেজি লাল না পাইলে নরমটা টকের মাঝে জলপাই আনবা নয়তো কিছু করমচা! কাকরোল আর পটল আনবা দেখে দেখে ভালটা আজকে দেখি নষ্ট এটা নষ্ট দেখি কাল ওটা। দেশি মুরগী দুইটা আনবা পাকিস্তানি না হুঁম ফার্মের হইলে রান্না কিন্তু তোমারে দিয়া করামু! গরুর মাংস এক কেজি মহিশ কিন্তু আনবা না মহিশ তুমি একলা খাইবা নইলে আমি রানব না! লাল শাক পালং শাক ডিম আনবা এক ডজন এমন একটা কিছু আনবা ভাল হবে আমার মন! মোবাইলে আর টাকা নাই কাঁচা পেপেঁ আনিও না আনলে খাওয়া বাদ সাথে হয়রানিও। বাজার নিয়া রিক্সায় আসবা হেটে কিন্তু আসবা না পরনারীর দেখা হলে একটুও যে হাসবা না!

বাজার থেকে আধা কেজি কাঁচা মরিচ আনিও
নয়তো রাতে আলু ভর্তা মরিচ ছাড়া জানিও!
গুড়া হলুদ আধা কেজি প্রাণ হইলে ভাল হয়
আগের বারও আননি গো, একটা কথা কত কয়?
আড়াই কেজি পেয়াজ আনবা ইন্ডিয়ান না খবরদার
পেয়াজ নিয়া ঘরের মাঝে বাজাবাজির কি দরকার!
ধনিয়া পাতা দেখে আনবা ভাল কিংবা মন্দ
শুকনা মরিচ না আনলে যে ভর্তা খাওয়া বন্ধ!
লাল আলু এক কেজি লাল না পাইলে নরমটা
টকের মাঝে জলপাই আনবা নয়তো কিছু করমচা!
কাকরোল আর পটল আনবা দেখে দেখে ভালটা
আজকে দেখি নষ্ট এটা নষ্ট দেখি কাল ওটা।
দেশি মুরগী দুইটা আনবা পাকিস্তানি না হুঁম
ফার্মের হইলে রান্না কিন্তু তোমারে দিয়া করামু!
গরুর মাংস এক কেজি মহিশ কিন্তু আনবা না
মহিশ তুমি একলা খাইবা নইলে আমি রানব না!
লাল শাক পালং শাক ডিম আনবা এক ডজন
এমন একটা কিছু আনবা ভাল হবে আমার মন!
মোবাইলে আর টাকা নাই কাঁচা পেপেঁ আনিও
না আনলে খাওয়া বাদ সাথে হয়রানিও।
বাজার নিয়া রিক্সায় আসবা হেটে কিন্তু আসবা না
পরনারীর দেখা হলে একটুও যে হাসবা না!

শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

পিএসসি খাতা দেখি কথা কব না ফেসবুকে আসলেও বেশি রব না। দুইশো তিন দিনে দিতেই হবে; নম্বর দিব কি না দেখে তবে? খাওয়ার সময় নাই ঘুম যাই না কত কত বন্ধুর দেখা পাই না। ও আমার বন্ধু রাগ কর না! খাতা দেখা কামটা কি বড়সড় না?

পিএসসি খাতা দেখি
কথা কব না
ফেসবুকে আসলেও
বেশি রব না।
দুইশো তিন দিনে
দিতেই হবে;
নম্বর দিব কি
না দেখে তবে?
খাওয়ার সময় নাই
ঘুম যাই না
কত কত বন্ধুর
দেখা পাই না।
ও আমার বন্ধু
রাগ কর না!
খাতা দেখা কামটা কি
বড়সড় না?

এবার সব রকম সিমের নম্বর বের করুন নিজেই -

এবার সব রকম সিমের নম্বর বের করুন নিজেই -
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১. গ্রামীণফোনের নম্বর দেখার জন্য ডায়াল করুন *2#
২. বাংলালিংকের নম্বর দেখার জন্য ডায়াল করুন *511#
৩. রবির নম্বর দেখার জন্য ডায়াল করুন *140*2*4#
৪. এয়ারটেলের নম্বর দেখার জন্য ডায়াল করুন *121*6*3#
৫. টেলিটকের নম্বর দেখার জন্য ডায়াল করুন *551#

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

বাজারের লিস্ট

১| গুড়া মরিচ ২ কেজি ( প্রাণ হইলে ভালো হয় )
২| গুড়া হলুদ ২ কেজি ( প্রাণ )
৩| শুকনা মরিচ ১০০ ( অবশ্যই আনবা নইলে কিন্তু তোমার ভর্তা খাওন বন্ধ )
৪ |পিয়াজ আড়াই কেজি ( ইন্ডিয়ান পিয়াজ
আনবা না খবরদার )
৫| ধনিয়া পাতা ( ভালো করে দেখে আনবা )
৬ | কাকরোল ১ কেজি
৭ | পটল ( পাইলে আনবা )
৮ | লাল আলু আড়াই কেজি যদি লালটা না পাও তাইলে নরমালটা ১ কেজি |
৯ | গরুর মাংস ২ কেজি ( ভালো করে নিজের চোখ দিয়ে দেখে আনবা যদি মহিষ হয় তাইলে সব তুমি একলা খাইবা )
১০ | দেশী মুরগী ৫ টা ( যদি ফার্ম বা পাকিস্তানি হয় তাইলে রান্না তোমারে দিয়া করামু কিন্তু )
১১ | লাল শাক , পালং শাক |
১২| ক্যাপসিক্যাম ( এর আগেও দুই দিন আনতে বলছি , আনো নাই )
১৩| ডিম ১ ডজন
১৪ | কাঁচা পেঁপে ২ টা আনবা
* মাছ ঘরে অনেক আছে আনতে হবে না |
মনে থাকবে ?
( কোনো আইটেম বাদ গেলে তোমার খবর আছে )
বি দ্র : আর আমার মোবাইলে টাকা নাই |
শুনো , বাজার নিয়া হেটে আসবা না , রিকশায় আসবা কিন্তু ....

আমি যদি মন্ত্রী হতাম ভাবসাব তো নিতাম না শিক্ষকদেরে মূল্য দিতাম বেতনটা কম দিতাম না। আমি যদি মন্ত্রী হতাম না পারতাম জিরাইতাম শিক্ষক ছেড়ে ব্যাংকার হওয়া মূল্য দিয়া ফিরাইতাম। আমি যদি মন্ত্রী হতাম ছাত্র ছিলাম প্রাইমারির! শিক্ষকদেরে ভালবাসতাম নাই কমা যার নাই দাড়ির। আমি যদি মন্ত্রী হতাম -শিক্ষক কেন হতাশ আজ? ভাবতাম আমার শিক্ষকেরা কেমনে বাঁচে কেমনে কাজ? আমি যদি মন্ত্রী হতাম উন্নত শির শিক্ষকের শিক্ষক শুধু ক্লাস করিত ভাবত পড়া কি শখের!

আমি যদি মন্ত্রী হতাম
ভাবসাব তো নিতাম না
শিক্ষকদেরে মূল্য দিতাম
বেতনটা কম দিতাম না।
আমি যদি মন্ত্রী হতাম
না পারতাম জিরাইতাম
শিক্ষক ছেড়ে ব্যাংকার হওয়া
মূল্য দিয়া ফিরাইতাম।
আমি যদি মন্ত্রী হতাম
ছাত্র ছিলাম প্রাইমারির!
শিক্ষকদেরে ভালবাসতাম
নাই কমা যার নাই দাড়ির।
আমি যদি মন্ত্রী হতাম
-শিক্ষক কেন হতাশ আজ?
ভাবতাম আমার শিক্ষকেরা
কেমনে বাঁচে কেমনে কাজ?
আমি যদি মন্ত্রী হতাম
উন্নত শির শিক্ষকের
শিক্ষক শুধু ক্লাস করিত
ভাবত পড়া কি শখের!

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী একটা উপায় বের করেছেন যেভাবে প্রশ্নপত্র আউট বন্ধ হয়। উপায়টা হল, পরীক্ষা আসলে আমাদের মোবাইল আর ফেসবুক বন্ধ করে দেয়া হবে। তখন আমরা কারো সাথে কথাও বলতে পারব না। আবার ফেসবুকও চালাতে পারব না। কি সুন্দর! পরীক্ষাও থাকবে না আর পরীক্ষার্থীও থাকবে না। আচ্ছা প্রশ্ন আউট হতে কি ফেসবুক লাগে? মোবাইল লাগে? -প্রশ্ন আউট হওয়ার পরেই তো ফেসবুকে আসে আর মোবাইলে আসে! নাকি? তবে উনি কেমনে কি করবেন আমার বুঝে আসে না...

শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী একটা উপায় বের করেছেন যেভাবে প্রশ্নপত্র আউট বন্ধ হয়। উপায়টা হল, পরীক্ষা আসলে আমাদের মোবাইল আর ফেসবুক বন্ধ করে দেয়া হবে। তখন আমরা কারো সাথে কথাও বলতে পারব না। আবার ফেসবুকও চালাতে পারব না। কি সুন্দর! পরীক্ষাও থাকবে না আর পরীক্ষার্থীও থাকবে না।

আচ্ছা প্রশ্ন আউট হতে কি ফেসবুক লাগে? মোবাইল লাগে?
-প্রশ্ন আউট হওয়ার পরেই তো ফেসবুকে আসে আর মোবাইলে আসে! নাকি?

তবে উনি কেমনে কি করবেন আমার বুঝে আসে না...

পোলাপানী কারিগর মানুষ তো করি রে স্কুলে আয় পড়া পড় এই কাজ করি রে! প্লাস্টিক জুতা পড়ি জুটা যেন ছিড়ে না স্কুলে থাকি সারাদিন কোন ভাবে নীড়ে না। পোলিস্টার জামা গায় নয়া জামা পড়ি না সাদামাটা জীবনে কারো হাতে ধরি না। তেলাকোচিলা নামে কাউয়ার জাঙ্গি পাঙ্গাস কানসায় ঝোল দিয়া রান্দি। কি আমার শক্তি কতটুকু পড়াব? সামর্থে যত ধরে জ্ঞান তারে ভরাব! সরকার বুঝে গো বুঝে তার আমলা প্রাইমারি শিক্ষক সারাদিন কামলা!

পোলাপানী কারিগর
মানুষ তো করি রে
স্কুলে আয় পড়া পড়
এই কাজ করি রে!
প্লাস্টিক জুতা পড়ি
জুটা যেন ছিড়ে না
স্কুলে থাকি সারাদিন
কোন ভাবে নীড়ে না।
পোলিস্টার জামা গায়
নয়া জামা পড়ি না
সাদামাটা জীবনে
কারো হাতে ধরি না।
তেলাকোচিলা নামে
কাউয়ার জাঙ্গি
পাঙ্গাস কানসায়
ঝোল দিয়া রান্দি।
কি আমার শক্তি
কতটুকু পড়াব?
সামর্থে যত ধরে
জ্ঞান তারে ভরাব!
সরকার বুঝে গো
বুঝে তার আমলা
প্রাইমারি শিক্ষক
সারাদিন কামলা!

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

পত্রিকাতে পে-স্কেল দিল; মন্ত্রী বলে কই নাই তো! তলে তলে আমরা আবার বলির পাঠা হই নাই তো? জুলাই শেষে ডিসেম্বর তারপর কয় জুলাইতে বেতন বাড়বে বাড়বে বলে কত্ত পারে ভুলাইতে? ফেসবুকের স্ট্যাটাস মারি ইচ্ছা হলেই ডিলিট হয় মন্ত্রী বলেই সকল কথা সত্য বলার টিকিট নয়! উনুন আমার জ্বলল না রে জ্বলল না; মিথ্যা আশায় খুশির গাড়ি চলল না!

পত্রিকাতে পে-স্কেল দিল;
মন্ত্রী বলে কই নাই তো!
তলে তলে আমরা আবার
বলির পাঠা হই নাই তো?
জুলাই শেষে ডিসেম্বর
তারপর কয় জুলাইতে
বেতন বাড়বে বাড়বে বলে
কত্ত পারে ভুলাইতে?
ফেসবুকের স্ট্যাটাস মারি
ইচ্ছা হলেই ডিলিট হয়
মন্ত্রী বলেই সকল কথা
সত্য বলার টিকিট নয়!

উনুন আমার জ্বলল না রে জ্বলল না;
মিথ্যা আশায় খুশির গাড়ি চলল না!

কেউ যদি চুরি করে বড় লোক হতে চায় হোক। কিন্তু আমি যদি কাউকে গরীব বলে চুরি করতে সহযোগিতা করি তবে তার দায় আমার উপরও বর্তায়। যেমন ধরেন আমি একজন শিক্ষক। আমি আমার শিক্ষার্থীদের কাছে ফেসবুকে আউট করা প্রশ্ন তুলে দিতে পারি না। ছিঃ এ কেমন বেমানান কাজ! অনেক শিক্ষককে আমি এ কাজ করতে দেখেছি। নিজ চোখেই দেখেছি!

কেউ যদি চুরি করে বড় লোক হতে চায় হোক। কিন্তু আমি যদি কাউকে গরীব বলে চুরি করতে সহযোগিতা করি তবে তার দায় আমার উপরও বর্তায়। যেমন ধরেন আমি একজন শিক্ষক। আমি আমার শিক্ষার্থীদের কাছে ফেসবুকে আউট করা প্রশ্ন তুলে দিতে পারি না। ছিঃ এ কেমন বেমানান কাজ! অনেক শিক্ষককে আমি এ কাজ করতে দেখেছি। নিজ চোখেই দেখেছি!

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

পরীক্ষায় কি লাগে খালু মামার? ফাঁকদা খালি শরম লাগে আমার! পরীক্ষার আগেই হয় প্রশ্ন ফাঁস! আমারে কয়, স্যার খান ঘোড়ার ঘাস? কে বা কারা এ কাজ করে যায়? কে আজ মাখে কার শরমটা গায়? উৎসব মুখর নিলাম পরীক্ষা; শিক্ষার্থীদের দিলাম কি শিক্ষা? দাম নাই রে পড়ার দাম নাই! পন্ডিতি ছেড়ে চল নেশা খাই!

পরীক্ষায় কি লাগে খালু মামার?
ফাঁকদা খালি শরম লাগে আমার!
পরীক্ষার আগেই হয় প্রশ্ন ফাঁস!
আমারে কয়, স্যার খান ঘোড়ার ঘাস?
কে বা কারা এ কাজ করে যায়?
কে আজ মাখে কার শরমটা গায়?
উৎসব মুখর নিলাম পরীক্ষা;
শিক্ষার্থীদের দিলাম কি শিক্ষা?
দাম নাই রে পড়ার দাম নাই!
পন্ডিতি ছেড়ে চল নেশা খাই!

নবীজীর কথা কইয়া সবাই কান্দে; কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে! নবীজীকে সালাম করি নবীর নামে দরুদ পড়ি নবী প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে; বাইরে তারে মানে না রে সংসারে সমাজে বলে, তিনি হলেন আল্লাহ রাসূল; এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে!

নবীজীর কথা কইয়া সবাই কান্দে;
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে!
নবীজীকে সালাম করি
নবীর নামে দরুদ পড়ি
নবী প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে;
বাইরে তারে মানে না রে সংসারে সমাজে
বলে, তিনি হলেন আল্লাহ রাসূল; এমনটা কি সাজে?
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে!

সর্বনিম্ন সতের গ্রেডের পন্ডিত গ্রেডটা কত রে? শান্তি পেতাম শিক্ষক যদি গ্রেডের উর্ধ্বে হত রে! জাতি গড়ে শিক্ষকই হায় থার্ড ক্লাস এই শিক্ষকই! জাতি গড়া হচ্ছে কেমন যাবেই কবে দুর্গতি?? কবে নাগাদ হুঁশ হবে গো হুঁশ হবে কি থাকতে প্রাণ পড়া থুয়ে কামলা খাটি; দেখো না মোর কি সম্মান!

সর্বনিম্ন সতের গ্রেডের
পন্ডিত গ্রেডটা কত রে?
শান্তি পেতাম শিক্ষক যদি
গ্রেডের উর্ধ্বে হত রে!
জাতি গড়ে শিক্ষকই হায়
থার্ড ক্লাস এই শিক্ষকই!
জাতি গড়া হচ্ছে কেমন
যাবেই কবে দুর্গতি??
কবে নাগাদ হুঁশ হবে গো
হুঁশ হবে কি থাকতে প্রাণ
পড়া থুয়ে কামলা খাটি;
দেখো না মোর কি সম্মান!

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

এই বুঝি বেতন বাড়ে!!! আমার যেন কেমন করে! কেউ বলে পনের হবে সন্দেহ? জানুন তবে! কেউ বলে চৌদ্দ কি ষোল; আমি বলি, বলো আরো বলো! বাড়ার কথা শুনে ভাল লাগে সারাদিন পড়ানোর স্পৃহা জাগে ব্যপার না নয় সাড়ে চার দেখব না কোন ক্লাস কার ত্রিশে বেতনটা মিলে গেলে প্রয়োজনে সূর্য ডুবে গেলে পড়া আর পড়া পড়াব সব ছেড়ে স্কুলে জড়াব!

এই বুঝি বেতন বাড়ে!!!
আমার যেন কেমন করে!
কেউ বলে পনের হবে
সন্দেহ? জানুন তবে!
কেউ বলে চৌদ্দ কি ষোল;
আমি বলি, বলো আরো বলো!
বাড়ার কথা শুনে ভাল লাগে
সারাদিন পড়ানোর স্পৃহা জাগে
ব্যপার না নয় সাড়ে চার
দেখব না কোন ক্লাস কার
ত্রিশে বেতনটা মিলে গেলে
প্রয়োজনে সূর্য ডুবে গেলে
পড়া আর পড়া পড়াব
সব ছেড়ে স্কুলে জড়াব!

শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

একবার যদি সচিব হইতে পারতাম, তবে আমি আর প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষকগিরি করতাম না! এখানে বড় ভেজাল। শত শত পোলাপান কন্ট্রোল করতে পারি না। কথা শুনে না। ইচ্ছা করেও অফিসারগিরির মুড ধরে থাকতে পারি না। চেঁচামেচি না করে নিস্তার নাই। নয়টা থেকে ১১টা পর্যন্ত চিল্লাইয়াই ক্ষুধা লাইগা যায়। তার পর পাঁচ টাকার টিফিন খাই। আর বাকী সময়টা কোন রকমে পেটে হাত দিয়ে পাড় করে দিই।

একবার যদি সচিব হইতে পারতাম, তবে আমি আর প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষকগিরি করতাম না! এখানে বড় ভেজাল। শত শত পোলাপান কন্ট্রোল করতে পারি না। কথা শুনে না। ইচ্ছা করেও অফিসারগিরির মুড ধরে থাকতে পারি না। চেঁচামেচি না করে নিস্তার নাই। নয়টা থেকে ১১টা পর্যন্ত চিল্লাইয়াই ক্ষুধা লাইগা যায়। তার পর পাঁচ টাকার টিফিন খাই।

আর বাকী সময়টা কোন রকমে পেটে হাত দিয়ে পাড় করে দিই।

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

সকাল নয়টা কি সোয়া নয়টা হবে। স্কুলে যাচ্ছিলাম। পাঁচ কি ছয়জন ছেলে আমাকে ধরে নিয়ে এক জায়গায় নিয়ে এল। জায়গাটা আমার একেবারে অজানা। চিনলাম না। চর এলাকার বিশাল যায়গা জুড়ে আমি খালি দেখতে পাচ্ছিলাম। একটি বেল গাছ, একটি আম গাছ আর একটি তাল গাছ ছাড়া আমি বিশাল ফাঁকা মাঠে কোন লোক জনকেও দেখলাম না। ছেলেরা আমাকে নিয়ে বেশ ইয়ারকি করছিল। আর হাসছিলও। আমি কিছুই বুঝলাম না ব্যপারটা। এক সময় আমি যোহরের নামাজের আযান শুনতে পেলাম।

সকাল নয়টা কি সোয়া নয়টা হবে। স্কুলে যাচ্ছিলাম। পাঁচ কি ছয়জন ছেলে আমাকে ধরে নিয়ে এক জায়গায় নিয়ে এল। জায়গাটা আমার একেবারে অজানা। চিনলাম না। চর এলাকার বিশাল যায়গা জুড়ে আমি খালি দেখতে পাচ্ছিলাম। একটি বেল গাছ, একটি আম গাছ আর একটি তাল গাছ ছাড়া আমি বিশাল ফাঁকা মাঠে কোন লোক জনকেও দেখলাম না। ছেলেরা আমাকে নিয়ে বেশ ইয়ারকি করছিল। আর হাসছিলও। আমি কিছুই বুঝলাম না ব্যপারটা। এক সময় আমি যোহরের নামাজের আযান শুনতে পেলাম।

আমি বললাম, যোহরের আযান হয়েছে। সবাই এসো, নামাজ পড়া যাক! আমি তাদের কারোর মাঝেই আমার কথার উপর আগ্রহ দেখলাম না। তবে তাদের একজন আমাকে এক বদনীতে করে পানি এনে দিল। কিন্তু আমি সেখানে কোন মসজিদও দেখতে পেলাম না। আমি তখন বেল গাছটার নিচেই দাঁড়ানো। বদনীর পানিতে ওযু করে গায়ের চাঁদর বিছিয়ে নামাজে দাঁড়ালাম। সব চেয়ে ছোট ছেলেটি তখন আমার খুব কাছে দাঁড়ানো। আর তিন জন একশ গজ দূরে দন্ডায়মান হবে। আর একজনকে আমি অনেক দূর থেকে বাইকে করে আমার নামাজের চাঁদরের সামনে এসে ব্রেক কষল। এতক্ষণে আমি ফরজ নামাজ চার রাকায়াতের নিয়ত করে দুই রাকায়াত পড়েছি মাত্র। বাইকে করে আসা ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ইশারা করে কি যেন বুঝাতে চাইল। আর সে অমনি বেল গাছের একটা কাঁটাযুক্ত ডাল ভেঙ্গে আমার মাথায় আঘাত করতে চেষ্টা করল। আমি নামাজ ছেড়ে দিয়ে হাত দিয়ে ফিরাতে চেষ্টা করলাম। এতক্ষণে বুঝলাম ব্যপারটা কি! আমি উল্টো দিকে দৌড় দিলাম। পেছনে ফিরে দেখি সবাই আমার দিকে তেড়ে আসছে। দুই জনের কাছে আম গাছের ডাল ভাঙ্গা দেখতে পেলাম।

দৌড়োতে দৌড়োতে কাছেই একটা ক্ষেত পেলাম লাঙ্গলে হাল চাষ করা। সাহস করে ডান হাতে করে একটা বড়সড় মাটির দলা নিলাম। আর বা হাতেও একটা। আর তাদের দিকে তেড়ে ভয় দেখাচ্ছিলাম। সব ছেলেরা আমার সাহস দেখে থমকে দাঁড়াল। আমিও আমার শরীরে কারোর স্পর্শ অনুভব করলাম। আমার ঘুম ভেঙ্গে গেল। ইস, কি যে মিস করলাম! মারামারিটা করতে পারলাম না! সেই যে ছোট বেলা খুব সহজে মারামারি বাধতাম! যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। আজ আমি সেই প্রাইমারি স্কুলের শিক্ষক। যদি না ঘুমটা ভাঙ্গত, আজ আবার শিক্ষক বয়সে এসে মারামারির প্রেকটিসটা হয়ে যেত!

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

ঘরে আমার চৌকি রাখা; ফোটাই খাটে থাকার? কোথায় পাব কাগজ কলম স্বপ্নছবি আঁকার? আমার ঘরে মোমের আগুন মিটিমিটি জ্বলে অন্ধকারে ডাকছে আমায় আলোর যাঁতাকলে। চালের ফাঁকে চাঁদ উঁকি দেয় কত ভাগ্য আমার! প্লাস্টিকে হয় গায়ের জামা জুতাও পড়ি তামার!

ঘরে আমার চৌকি রাখা;
ফোটাই খাটে থাকার?
কোথায় পাব কাগজ কলম
স্বপ্নছবি আঁকার?
আমার ঘরে মোমের আগুন
মিটিমিটি জ্বলে
অন্ধকারে ডাকছে আমায়
আলোর যাঁতাকলে।
চালের ফাঁকে চাঁদ উঁকি দেয়
কত ভাগ্য আমার!
প্লাস্টিকে হয় গায়ের জামা
জুতাও পড়ি তামার!

রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

যোগ্যতাস্কেল বাতলে দাও! মেট্টিক পাশকে থেঁতলে দাও! বেতন নিয়ে বলতে দাও! সম্মান নিয়ে চলতে দাও! শিক্ষক আমি বাঁচতে দাও! আমায়ও তো হাসতে দাও! নতুন পোষাক পড়তে দাও! জীবনটাকে গড়তে দাও! কাজ আমাদের কামিয়ে দাও! ইসকুল টাইম নামিয়ে দাও! নিঃশ্বাস ফেলি; সুযোগ দাও! প্রমোশনের সুযোগ দাও! দুঃখ কিছু ফেলতে দাও! স্বপ্ন নিয়ে খেলতে দাও!

যোগ্যতাস্কেল বাতলে দাও!
মেট্টিক পাশকে থেঁতলে দাও!
বেতন নিয়ে বলতে দাও!
সম্মান নিয়ে চলতে দাও!
শিক্ষক আমি বাঁচতে দাও!
আমায়ও তো হাসতে দাও!
নতুন পোষাক পড়তে দাও!
জীবনটাকে গড়তে দাও!
কাজ আমাদের কামিয়ে দাও!
ইসকুল টাইম নামিয়ে দাও!
নিঃশ্বাস ফেলি; সুযোগ দাও!
প্রমোশনের সুযোগ দাও!
দুঃখ কিছু ফেলতে দাও!
স্বপ্ন নিয়ে খেলতে দাও!

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

মারতে মায়া লাগে আইওনেও নাই এইভাবে পড়াশুনা? পড়া না ছাই! বিশটায় একটা পোলা সেইরাম! ঠ্যাং তুলে স্যারদের লাগায় সালাম। আহা বেশ বেশ বেশ! চাকরিও শেষ! আহা কত সুন্দর বাংলাদেশ!!!

মারতে মায়া লাগে
আইওনেও নাই
এইভাবে পড়াশুনা?
পড়া না ছাই!
বিশটায় একটা
পোলা সেইরাম!
ঠ্যাং তুলে স্যারদের
লাগায় সালাম।
আহা বেশ বেশ বেশ!
চাকরিও শেষ!
আহা কত সুন্দর
বাংলাদেশ!!!

খাতা দেখায় প্রশিক্ষণ তো নাই; যেমনে খুশি তেমনে দেখব তাই! এবার নাকি কড়া হবে বেশ? চল্লিশটায় এক লেখতেই শেষ!

খাতা দেখায় প্রশিক্ষণ তো নাই;
যেমনে খুশি তেমনে দেখব তাই!
এবার নাকি কড়া হবে বেশ?
চল্লিশটায় এক লেখতেই শেষ!

শিক্ষকরা আমলাগিরি জানি না তাই কামলাগিরি করি রে

শিক্ষকরা আমলাগিরি জানি না
তাই কামলাগিরি করি রে
পে-স্কেল হলেই বেশি পায় তারা
কেমনে তাদেরে ধরি রে?
বেতনটা তাদের বারগুণ বেশি
মহার্ঘতেও সাড়ে তিন
শিক্ষক আমরা মাটির সাথে মিশতে
লাগবে আর কত দিন???

সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

ইচ্ছে হলেই কেউ সহজে শিক্ষক হতে পায়? শিক্ষক আমি শিক্ষক বুক ভরিয়া যায় ! জ্ঞান চর্চাই আমার পেশা নেশাও আছে বেশ আমিই গড়ি উন্নত জাতি উন্নত আর দেশ!

ইচ্ছে হলেই কেউ সহজে
শিক্ষক হতে পায়?
শিক্ষক আমি শিক্ষক
বুক ভরিয়া যায় !
জ্ঞান চর্চাই আমার পেশা
নেশাও আছে বেশ
আমিই গড়ি উন্নত জাতি
উন্নত আর দেশ!

চাকরির টাকা আমি খাওয়াব কারে? রিটায়েড পরে যদি বেতন বাড়ে! বাবা কয় বাবারে‚ বাজারে যাবি? এইটুকু মাছ নিয়ে আন যদি পাবি! চাওয়ার আগেই দিব সাধ্যে কি আছে? দুখীজন দুখ বলি বল কার কাছে! মায়ের মুখো পানে চেয়ে অসহায় কত আর বলা যায় মুখের ভাষায়! মাগো‚ বলি একটা কাপড় কিনি? কিনতে লবন তেল তবে পারবিনি? পারলে হাতে দুই ডিম নিয়ে আয়! না খেয়ে সারাদিন স্কুলে থাকা যায়?

চাকরির টাকা আমি
খাওয়াব কারে?
রিটায়েড পরে যদি
বেতন বাড়ে!
বাবা কয় বাবারে‚
বাজারে যাবি?
এইটুকু মাছ নিয়ে
আন যদি পাবি!
চাওয়ার আগেই দিব
সাধ্যে কি আছে?
দুখীজন দুখ বলি
বল কার কাছে!
মায়ের মুখো পানে
চেয়ে অসহায়
কত আর বলা যায়
মুখের ভাষায়!
মাগো‚ বলি একটা
কাপড় কিনি?
কিনতে লবন তেল
তবে পারবিনি?
পারলে হাতে দুই
ডিম নিয়ে আয়!
না খেয়ে সারাদিন
স্কুলে থাকা যায়?

যদি প্রাইমারী শিক্ষকদের বেতন না বাড়ায় তবে খুশি হব না

যদি প্রাইমারী শিক্ষকদের বেতন
-না বাড়ায় তবে খুশি হব না
-যদি ৫০% বাড়ায় তবে খুশি হব
-যদি ৬০% বাড়ায় তবে আর একটু খুশি হব
-যদি ১০০% বাড়ায় তবে অনেক খুশি হব
-আর যদি ২৫০% বাড়ায় তবে অনেক অনেক বেশি খুশি হব!

০ মুসলিম হয়েছ ভাল কথা। কিন্তু আল্লাহর নাম নিতে পার না, নারায়ে তাকবীর বলতে পার না, সকল শক্তির একমাত্র উৎস একমাত্র আল্লাহ তা মুখে বলতে পার না বিশ্বাসও করতে পার না; তবে তোমার নাম পাল্টিয়ে ফেললেই তো পার! ০ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পার না। কিন্তু বিপদে আপদে, কোন সুযোগ ভোগ করার জন্য কার কাছে মোনাজাত করে চাও, কিন্তু কেন? ০ মুসলিমের ঘরে জন্মে মুসলিম হয়ে তুমি যদি এত ভালই হয়ে থাক, তবে কুরআন, হাদীস অনুসরনকারীদের তুমি শত্রু ভাব কেন? কারো কাছে যদি কুরআন, হাদীসের বই দেখ, তাফসীরের বই দেখ তাদের উপর তুমি চড়াও হও কেন? তারা কি তোমার উপর চড়াও হয়? -এখন আমি বলি, গাঞ্জা খাওয়া বাদ দিয়ে গোসল করে পবিত্র হয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, সঠিক উত্তরটাই তুমি পেয়ে যাবে। আশা করি ভাল হতে তোমার চার আনা পয়সাও লাগবে না!

০ মুসলিম হয়েছ ভাল কথা। কিন্তু আল্লাহর নাম নিতে পার না, নারায়ে তাকবীর বলতে পার না, সকল শক্তির একমাত্র উৎস একমাত্র আল্লাহ তা মুখে বলতে পার না বিশ্বাসও করতে পার না; তবে তোমার নাম পাল্টিয়ে ফেললেই তো পার!
০ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পার না। কিন্তু বিপদে আপদে, কোন সুযোগ ভোগ করার জন্য কার কাছে মোনাজাত করে চাও, কিন্তু  কেন?
০ মুসলিমের ঘরে জন্মে মুসলিম হয়ে তুমি যদি এত ভালই হয়ে থাক, তবে কুরআন, হাদীস অনুসরনকারীদের তুমি শত্রু ভাব কেন? কারো কাছে যদি কুরআন, হাদীসের বই দেখ, তাফসীরের বই দেখ তাদের উপর তুমি চড়াও হও কেন? তারা কি তোমার উপর চড়াও হয়?

-এখন আমি বলি, গাঞ্জা খাওয়া বাদ দিয়ে গোসল করে পবিত্র হয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, সঠিক উত্তরটাই তুমি পেয়ে যাবে। আশা করি ভাল হতে তোমার চার আনা পয়সাও লাগবে না!

রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

গত রাতে একি স্বপ্ন দেখাদেখি ভ্রমণ করি

গত রাতে একি!
স্বপ্ন দেখাদেখি
------ভ্রমণ করি
ছুটি নাই নাই
বুদ্ধি খাটাই
------তবে কি করি!
বাসে যাব না
মজা পাব না
------জ্যাম পরিবে
টানবে খাড়া
বিমান ভাড়া
------কত পরিবে!
সুন্দরবনে
আর কিছু ক্ষণে
------কক্সবাজার
শুক্রবারে
শিক্ষকও পারে
------ভ্রমণ মজার!
কোথায় এ সুখ?
হাসি হাসি মুখ
------আসবে কবে?
শিক্ষক মন
জাতির রতন
------বাঁচলে তবে!

নিজ ঘরে আলো নাই আলো যাই জ্বালিয়ে ভালবাসা ইসকুলে ক্ষুধা থাকে পালিয়ে। টিফিনটা খেয়ে নিই পাঁচ টাকা দিয়ে রে সহকারী শিক্ষক; ফাঁকা তাঁর বিয়ে রে!

নিজ ঘরে আলো নাই
আলো যাই জ্বালিয়ে
ভালবাসা ইসকুলে
ক্ষুধা থাকে পালিয়ে।
টিফিনটা খেয়ে নিই
পাঁচ টাকা দিয়ে রে
সহকারী শিক্ষক;
ফাঁকা তাঁর বিয়ে রে!

মাটির ঘরে বারান্দা বানায়ে আলনায় ঘোচাতে জামা দুইশো একশো জমায়ে জমায়ে বারশো হয়েছে জমা। কত টাকা হলে টিনের চালের ছিদ্র মোছিব টিনে ছিদ্রের পানিতে গোসল চলে বর্ষা বাদলের দিনে! সেই খেয়েছি কুরমা পায়েস ইলিশ খেয়েছি কবে! আবারও খাব কদিন পরেই বেতন বাড়ানো হবে!

মাটির ঘরে বারান্দা বানায়ে
আলনায় ঘোচাতে জামা
দুইশো একশো জমায়ে জমায়ে
বারশো হয়েছে জমা।
কত টাকা হলে টিনের চালের
ছিদ্র মোছিব টিনে
ছিদ্রের পানিতে গোসল চলে
বর্ষা বাদলের দিনে!
সেই খেয়েছি কুরমা পায়েস
ইলিশ খেয়েছি কবে!
আবারও খাব কদিন পরেই
বেতন বাড়ানো হবে!

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

পড়াবা ওয়ান টু কয় টাকা লাগে রে

পড়াবা ওয়ান টু
কয় টাকা লাগে রে?
এই লেখ এই লেখ!
চোখে ঘুম জাগে রে!
এমনটা সরকার
বেশ মনে করে রে;
শিক্ষক জানি তবে
সাধ কেন মরে রে!
নিয়োগের সময়ে
ডিগ্রী তো কেনো রে?
ঠিক ঠাক ক্লাস নিও
ভাল করে যেনো রে!
পাঠটিকা লিখিও
উপকরণ নিও রে!
অফিসেও মন দিও
তেল পানি দিও রে!

পড়াবা ওয়ান টু কয় টাকা লাগে রে?

পড়াবা ওয়ান টু
কয় টাকা লাগে রে?
এই লেখ এই লেখ!
চোখে ঘুম জাগে রে!
এমনটা সরকার
বেশ মনে করে রে;
শিক্ষক জানি তবে
সাধ কেন মরে রে!
নিয়োগের সময়ে
ডিগ্রী তো কেনো রে?
ঠিক ঠাক ক্লাস নিও
ভাল করে যেনো রে!
পাঠটিকা লিখিও
উপকরণ নিও রে!
অফিসেও মন দিও
তেল পানি দিও রে!

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

উকুন হবে খুশকি হবে

উকুন হবে খুশকি হবে
তেল না দিলে
মাস্টাররা ঢের বকিবে
খুব পাকিলে
নয়টা থেকে সাড়ে চারটা?
পোলাপানে?
না খেয়ে না ঘুমায়ে স্যার
কেমনে মানে?
এত বুঝিস, পারিস না কেন
স্কুলে এসে?
মন না দিলে মন পাবি না
একটু হেসে!

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

ইচ্ছে করি শহীদ হবো; শহীদ হতে পারি না আসল বাড়ি জান্নাতে ঐ এই দুনিয়া বাড়ি না। জান্নাতে ঐ বুলবুলিরা দেখছো তোমায় ডাকে ঐ? ইচ্ছে করি তোমার আগে তাদের দলে শামিল হই! আগে আগে তোমায় নিবে আল্লাহ যে তোমার আপন ঐ শহীদের মিছিল দেখে পণ করে যাই সংগোপন।

ইচ্ছে করি শহীদ হবো;
শহীদ হতে পারি না
আসল বাড়ি জান্নাতে ঐ
এই দুনিয়া বাড়ি না।
জান্নাতে ঐ বুলবুলিরা
দেখছো তোমায় ডাকে ঐ?
ইচ্ছে করি তোমার আগে
তাদের দলে শামিল হই!
আগে আগে তোমায় নিবে
আল্লাহ যে তোমার আপন
ঐ শহীদের মিছিল দেখে
পণ করে যাই সংগোপন।

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

মাস্টার ডরায় আর পড়ায় আশায় আশায় দিন গড়ায় একদিন দীনতা ঘুচবে সরকার আমাদের বুঝবে কত কাম সরকারে করায় সেই মত পেট নাহি ভরায় মাস্টার আবাসন পায় না রেশনের ডাল তেল খায় না সুখ নাই দেহ আর মনে সম্মান দাও দাও ধনে বুক ভরা ভালবাসা পায় না তারপরও স্কুল ছেড়ে যায় না মাস্টারগিরি করি মাস্টারি ইস্কুল ইস্কুল মন নাই বাড়ি!

মাস্টার ডরায় আর পড়ায়
আশায় আশায় দিন গড়ায়
একদিন দীনতা ঘুচবে
সরকার আমাদের বুঝবে
কত কাম সরকারে করায়
সেই মত পেট নাহি ভরায়
মাস্টার আবাসন পায় না
রেশনের ডাল তেল খায় না
সুখ নাই দেহ আর মনে
সম্মান দাও দাও ধনে
বুক ভরা ভালবাসা পায় না
তারপরও স্কুল ছেড়ে যায় না
মাস্টারগিরি করি মাস্টারি
ইস্কুল ইস্কুল মন নাই বাড়ি!

ফাঁসির উপর শাস্তি আছে? -নাই! জান্নাতের উপর পুরস্কার আছে? -নাই! তবে কিসের ডর? মুসলিমরা জয়ধ্বনি কর!

ফাঁসির উপর শাস্তি আছে?
-নাই!
জান্নাতের উপর পুরস্কার আছে?
-নাই!

তবে কিসের ডর?
মুসলিমরা জয়ধ্বনি কর!

কত নেতা আইল গেল দাবী আদায় হইল না অবশেষে নাসরিন আপাও মনের কথা কইল না। আবার বুঝি সমিতিটা ভাইঙ্গা গেল হায় রে হায় নতুন করে স্বপ্ন দেখি; বুদ্ধি করি আয় রে আয়!

কত নেতা আইল গেল
দাবী আদায় হইল না
অবশেষে নাসরিন আপাও
মনের কথা কইল না।
আবার বুঝি সমিতিটা
ভাইঙ্গা গেল হায় রে হায়
নতুন করে স্বপ্ন দেখি;
বুদ্ধি করি আয় রে আয়!

বাম পথে হেটে হেটে স্বর্গতে যামু রে

বাম পথে হেটে হেটে
স্বর্গতে যামু রে
বিরিয়ানী রুটি কলা
মজা করে খামু রে!
বেহেস্ত বেহেস্ত কইর নারে
বেহেস্ত তো জামাতির
স্বর্গে তোমার বহুত মজা;
দাওয়াত দিলাম খিচুড়ির!
ঐ জামাতি ভন্ড (?)
ফাঁসিই হবে দন্ড
দিন নাই রাত নাই
জামাতির ভাত নাই
লিগ্যাল দল আর থাকবে না
সৎ পথে কেউ ডাকবে না
যত পারিস খাইয়া যা
নিজের ঘরে লইয়া যা
ডান পথ মানি না
বাম ছাড়া জানি না
ডান পথে মজা নাই
বাম পথে গাঁজা পাই
বিচার তো বিচারই
তাল গাছও আমারই
বাম দলে আয় রে
মজা করা যায় রে!

পুরো দায়িত্ব পালন করলে মরে যাব ভাই! প্রাইমারীতে নিস্তার পাবার কোন উপায় নাই!

পুরো দায়িত্ব পালন করলে
মরে যাব ভাই!
প্রাইমারীতে নিস্তার পাবার
কোন উপায় নাই!

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

যদি বেতন আঠারোতে ধরে; আমার যেন কেমন কেমন করে! ঘর বানায়া থাকব ইটের বাড়ি মাকে দিব জামদানি এক শাড়ি মা বলবে ছোট মাছ আর ইলিশ বাজার থেকে সবজি কিছু কিনিস! আনব ঘরে সুন্দরী এক নারী বাইক কিনিয়া যাইব শশুর বাড়ি কি আরামে ঘুম যে যাব ওরে সেই দিন কি অনেক বেশী দূরে!

যদি বেতন আঠারোতে ধরে;
আমার যেন কেমন কেমন করে!
ঘর বানায়া থাকব ইটের বাড়ি
মাকে দিব জামদানি এক শাড়ি
মা বলবে ছোট মাছ আর ইলিশ
বাজার থেকে সবজি কিছু কিনিস!
আনব ঘরে সুন্দরী এক নারী
বাইক কিনিয়া যাইব শশুর বাড়ি
কি আরামে ঘুম যে যাব ওরে
সেই দিন কি অনেক বেশী দূরে!

মাস্টার বেটা নিস্তার পাই ইস্কুল টাইম কমালে কয় টাকাতে করব বাড়ি কয়টা কিস্তি জমালে? ছয় বছরে হাফ পাগলের ফুলফিল হয় এক যুগে মাস্টার নাকি সম্মানী কাম; যার যাতনা সেই ভোগে! আমায় যারা কষ্ট দিয়ে সারাদিনই খাটাইলা; করছ মনে গরিব মেরে খুঁশির বেলুন ফাটাইলা! না না না সুখ যে তুমি দুই জনমেও পাবে না মনে রেখো তোমার ধন আর পিপড়া পোকা খাবে না!

মাস্টার বেটা নিস্তার পাই
ইস্কুল টাইম কমালে
কয় টাকাতে করব বাড়ি
কয়টা কিস্তি জমালে?
ছয় বছরে হাফ পাগলের
ফুলফিল হয় এক যুগে
মাস্টার নাকি সম্মানী কাম;
যার যাতনা সেই ভোগে!
আমায় যারা কষ্ট দিয়ে
সারাদিনই খাটাইলা;
করছ মনে গরিব মেরে
খুঁশির বেলুন ফাটাইলা!
না না না সুখ যে তুমি
দুই জনমেও পাবে না
মনে রেখো তোমার ধন আর
পিপড়া পোকা খাবে না!

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

দেখো আমি কেমন ছবি এঁকেছি যেমন করে বইয়ের মাঝে দেখেছি ইশ‚ যদি আমি ছবি আঁকা শিখিতাম মোছের যাগায় মোছ না দিয়ে রং দিতাম ? মাস্টারি করিতে আরো কত কি করি! জীবন চলে চলুক আর না চলে মরি!

দেখো  আমি কেমন ছবি এঁকেছি
যেমন করে বইয়ের মাঝে দেখেছি
ইশ‚ যদি আমি ছবি আঁকা শিখিতাম
মোছের যাগায় মোছ না দিয়ে রং দিতাম ?
মাস্টারি করিতে আরো কত কি করি!
জীবন চলে চলুক আর না চলে মরি!

রাত্রি শেষেই সূর্য হাসে রাত্রি থাকুক ঘোর আঁধার দুঃখ শেষে সুখ তো আসে দুঃখ কেন তোর আবার?

রাত্রি শেষে সূর্য হাসে
রাত্রি থাকুক ঘোর আঁধার
দুঃখ শেষে সুখ তো আসে
দুঃখ কেন তোর আবার?

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

ঝুলে গাছে বান্দর স্যার বলে কান ধর ভেঙে যায় আন্ডা চোরে খায় ডান্ডা মার বকা বউরা দাঁড়াস নে দৌড়া পড়ালেখা চাকরি জ্বাল দিতে লাকড়ি টাকা ভরা বস্তায় লাশ মেলে সস্তায়

ঝুলে গাছে বান্দর
স্যার বলে কান ধর
ভেঙে যায় আন্ডা
চোরে খায় ডান্ডা
মার বকা বউরা
দাঁড়াস নে দৌড়া
পড়ালেখা চাকরি
জ্বাল দিতে লাকড়ি
টাকা ভরা বস্তায়
লাশ মেলে সস্তায়

বাম হাতে দিব এক থাপ্পর! এই এই শুনি কে বাপ তোর? আজ থেকে প্রতিবাদ চলবেই মুসলিম হক কথা বলবেই!

বাম হাতে দিব এক থাপ্পর!
এই এই শুনি কে বাপ তোর?
আজ থেকে প্রতিবাদ চলবেই
মুসলিম হক কথা বলবেই!

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

গরু খেয়ে মুসলিম পাঞ্জাবি পড়িয়া দাড়ি টুপি পাগড়ি জিজ্ঞির ধরিয়া। পেটুকের ইসলাম মুসলমানিতে রাজনীতি করি না ফুঁ দেই পানিতে। দ্বীন হোক পূর্ণ সব কাজে মানিনা নিজ কাজ সিদ্ধে ইসলাম টানি না। বিপদে পড়লেই মনে মনে আল্লাহ কাজ মোর মাপি না দিয়ে দাড়িপাল্লা। মাঝে মাঝে যাইগা বাড়ি ঘর ছাড়িয়া খিচুড়ীর সুন্নত খাই টেনে কাড়িয়া।

গরু খেয়ে মুসলিম
পাঞ্জাবি পড়িয়া
দাড়ি টুপি পাগড়ি
জিজ্ঞির ধরিয়া।
পেটুকের ইসলাম
মুসলমানিতে
রাজনীতি করি না
ফুঁ দেই পানিতে।
দ্বীন হোক পূর্ণ
সব কাজে মানিনা
নিজ কাজ সিদ্ধে
ইসলাম টানি না।
বিপদে পড়লেই
মনে মনে আল্লাহ
কাজ মোর মাপি না
দিয়ে দাড়িপাল্লা।
মাঝে মাঝে যাইগা
বাড়ি ঘর ছাড়িয়া
খিচুড়ীর সুন্নত
খাই টেনে কাড়িয়া।

রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

ভাত খেল দুপুরে তরকারি বলে না এই সব নিয়া নাকি নাড়ানাড়ি চলে না।



ভাত খেল দুপুরে
তরকারি বলে না;
এই সব নিয়া নাকি
নাড়ানাড়ি চলে না
শরমের খাওয়া যেন
সে কভু খায় না
ভাত তরকারি নিয়া
ভালবাসা যায় না
এক সাথে খেলে মন
জানতে কি চাইত?
একা থাকা যদি মিতা
ভাল ভাল খাইত!

ভাত খেল দুপুরে তরকারি বলে না; এই সব নিয়া নাকি নাড়ানাড়ি চলে না।



ভাত খেল দুপুরে
তরকারি বলে না;
এই সব নিয়া নাকি
নাড়ানাড়ি চলে না
শরমের খাওয়া যেন
সে কভু খায় না
ভাত তরকারি নিয়া
ভালবাসা যায় না
এক সাথে খেলে মন
জানতে কি চাইত?
একা থাকা যদি মিতা
ভাল ভাল খাইত!

শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

বীন বাজিয়ে দ্বীন আসে নি; দ্বীন বিজয়ী কুরআনে! আল্লাহ ছাড়া নাই যে ইলাহ কেউ বলে নি তোর কানে? কার ব্যাপারে মিথ্যা বলিস ডর লাগে না অন্তরে? দেখনা চেয়ে জানবে শহীদ চলছে কি বসন্ত রে! কোন ক্যামেরায় কোন তাকে তুই তুলবি জানাযার ছবি? এমনি করে প্রেম আসে নি; আদর্শ তাঁর ঐ নবী! শয়তানেরা চুপচাপই আজ ফোকলা বেদ্বীন হিংসুটে দুই যামানাই নষ্ট রে তোর ভ্রষ্ট জীবন বিদঘুটে!

বীন বাজিয়ে দ্বীন আসে নি;
দ্বীন বিজয়ী কুরআনে!
আল্লাহ ছাড়া নাই যে ইলাহ
কেউ বলে নি তোর কানে?
কার ব্যাপারে মিথ্যা বলিস
ডর লাগে না অন্তরে?
দেখনা চেয়ে জানবে শহীদ
চলছে কি বসন্ত রে!
কোন ক্যামেরায় কোন তাকে তুই
তুলবি জানাযার ছবি?
এমনি করে প্রেম আসে নি;
আদর্শ তাঁর ঐ নবী!
শয়তানেরা চুপচাপই আজ
ফোকলা বেদ্বীন হিংসুটে
দুই যামানাই নষ্ট রে তোর
ভ্রষ্ট জীবন বিদঘুটে!

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

মানুষে মানুষ মারে সভ্যতা খাইয়া পড়া শেষে সন্ত্রাসী চাকরি না পাইয়া! পুরুষরা অযোগ্য চাকরিতে মাইয়া পাত্রীরা মিছিলে বর দাও চাইয়া! জনগণ শান্তিটা পাবে কোথা যাইয়া? কিনারা সে পাবে কই বাঁকা যদি নাইয়া? ভোট দিও ভোট দিও বড় ছোট ভাইয়া! কি?! কাম মোর ভুল? মর ক্রস খাইয়া!

মানুষে মানুষ মারে সভ্যতা খাইয়া
পড়া শেষে সন্ত্রাসী চাকরি না পাইয়া!
পুরুষরা অযোগ্য চাকরিতে মাইয়া
পাত্রীরা মিছিলে বর দাও চাইয়া!
জনগণ শান্তিটা পাবে কোথা যাইয়া?
কিনারা সে পাবে কই বাঁকা যদি নাইয়া?
ভোট দিও ভোট দিও বড় ছোট ভাইয়া!
কি?! কাম মোর ভুল? মর ক্রস খাইয়া!

কত হৃদয়ের টানে লাখো লাখো মানুষের মোলাকাত; এ মানুষ মরতে পারে না! হে আল্লাহ কবুল করো মানুষের তোলা হাত!

কত হৃদয়ের টানে লাখো
লাখো মানুষের মোলাকাত;
এ মানুষ মরতে পারে না!
হে আল্লাহ কবুল করো
মানুষের তোলা হাত!

টোকা দিয়া আজ মশাটা মারিলাম শক্তির ইতিহাস সহজেই গড়িলাম আমার সমান হলে কেমনে তারে মারতে পারতাম? নাকি আমারে?! আমার গায়ে জোর স্বাস্থ্য বেশী দুর্বল দেখলেই দেই কিল ঘুসি! বিরোধী দলের লোক থাক যত মান আমার কাছে কারও নাই সম্মান!

টোকা দিয়া আজ মশাটা মারিলাম
শক্তির ইতিহাস সহজেই গড়িলাম
আমার সমান হলে কেমনে তারে
মারতে পারতাম? নাকি আমারে?!
আমার গায়ে জোর স্বাস্থ্য বেশী
দুর্বল দেখলেই দেই কিল ঘুসি!
বিরোধী দলের লোক থাক যত মান
আমার কাছে কারও নাই সম্মান!

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

গরু রে গরু তোর লাগিয়া আনছি কাটি ঘাস

গরু রে গরু
তোর লাগিয়া আনছি কাটি ঘাস
বলছি যেন
পেটটা ভরে ভদ্রভাবে খাস।
এই না দেখি
জমিদারি কিছু খাস ফালাস!
আন তবে তুই
নিজের লাগি ঘাস কাটিয়া ঘাস!
এই না রোদে
কচি খাবার সহজেই পাস?
কৃষকেরা
ফসল ছেড়ে ঘাস করে না চাষ!
আইল খুঁজিয়া
মুঠো মুঠো ঘাস কাটিরে ঘাস;
এমনি করে
ফেলবি তবে করবি কেমনে বাস?

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

কে বানাল যায়গা এমন তুমি কারই সৃষ্টি গো? সকল কাজের মাঝেও যেন দিও তাঁরে দৃষ্টি গো!

কে বানাল যায়গা এমন
তুমি কারই সৃষ্টি গো?
সকল কাজের মাঝেও যেন
দিও তাঁরে দৃষ্টি গো!

ও মা‚ কেন ঘুম আসে না জান? প্রাইমারি স্যার টান দিয়েছে কান! আমি মাত্র ফাইভের পোলাপান দেখছ নি গো কেমনে মারল টান! ফাইভে নাকি লাড্ডু ডিম আর নাই? তাইলে কেন মারামারি চাই??

ও মা‚ কেন ঘুম আসে না জান?
প্রাইমারি স্যার টান দিয়েছে কান!
আমি মাত্র ফাইভের পোলাপান
দেখছ নি গো কেমনে মারল টান!
ফাইভে নাকি লাড্ডু ডিম আর নাই?
তাইলে কেন মারামারি চাই??

ছুটির ঘন্টার আগে আসর আযান! নেতারা বসে বসে রুটি-কলা খান? কোথা আজ মানবতা কোথা সরকার? কতটা সময় লাগে পড়া চর্চার? নয় থেকে সাড়ে চার কোথায় কবে? পিএসসি পাস করে সচিব হবে? বয়সের তুলনায় ফাইভের বই? হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

ছুটির ঘন্টার আগে আসর আযান!
নেতারা বসে বসে রুটি-কলা খান?
কোথা আজ মানবতা কোথা সরকার?
কতটা সময় লাগে পড়া চর্চার?
নয় থেকে সাড়ে চার কোথায় কবে?
পিএসসি পাস করে সচিব হবে?
বয়সের তুলনায় ফাইভের বই?
হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

ছুটির ঘন্টার আগে আসর আযান! নেতারা বসে বসে রুটি-কলা খান? কোথা আজ মানবতা কোথা সরকার? কতটা সময় লাগে পড়া চর্চার? নয় থেকে সাড়ে চার কোথায় কবে? পিএসসি পাস করে সচিব হবে? বয়সের তুলনায় ফাইভের বই? হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

ছুটির ঘন্টার আগে আসর আযান!
নেতারা বসে বসে রুটি-কলা খান?
কোথা আজ মানবতা কোথা সরকার?
কতটা সময় লাগে পড়া চর্চার?
নয় থেকে সাড়ে চার কোথায় কবে?
পিএসসি পাস করে সচিব হবে?
বয়সের তুলনায় ফাইভের বই?
হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

হৃদয়টা ভরে যায় মা মা ডাকিলে প্রজাপতি গান করে নাক মুখ পাকিলে সারাদিন হৈ চৈ ব্যস্ত যে রাস্তা সাপ ঘুঁই সাপেরা খেয়ে ফেলে আস্তা। খাল বিল নদীরা জল দেয় কত রে মনিবরে চেনো তুমি মনিবের মত রে?

হৃদয়টা ভরে যায়
মা মা ডাকিলে
প্রজাপতি গান করে
নাক মুখ পাকিলে
সারাদিন হৈ চৈ
ব্যস্ত যে রাস্তা
সাপ ঘুঁই সাপেরা
খেয়ে ফেলে আস্তা।
খাল বিল নদীরা
জল দেয় কত রে
মনিবরে চেনো তুমি
মনিবের মত রে?