মাস্টার বেটা নিস্তার পাই
ইস্কুল টাইম কমালে
কয় টাকাতে করব বাড়ি
কয়টা কিস্তি জমালে?
ছয় বছরে হাফ পাগলের
ফুলফিল হয় এক যুগে
মাস্টার নাকি সম্মানী কাম;
যার যাতনা সেই ভোগে!
আমায় যারা কষ্ট দিয়ে
সারাদিনই খাটাইলা;
করছ মনে গরিব মেরে
খুঁশির বেলুন ফাটাইলা!
না না না সুখ যে তুমি
দুই জনমেও পাবে না
মনে রেখো তোমার ধন আর
পিপড়া পোকা খাবে না!
শনিবার, ১ নভেম্বর, ২০১৪
মাস্টার বেটা নিস্তার পাই ইস্কুল টাইম কমালে কয় টাকাতে করব বাড়ি কয়টা কিস্তি জমালে? ছয় বছরে হাফ পাগলের ফুলফিল হয় এক যুগে মাস্টার নাকি সম্মানী কাম; যার যাতনা সেই ভোগে! আমায় যারা কষ্ট দিয়ে সারাদিনই খাটাইলা; করছ মনে গরিব মেরে খুঁশির বেলুন ফাটাইলা! না না না সুখ যে তুমি দুই জনমেও পাবে না মনে রেখো তোমার ধন আর পিপড়া পোকা খাবে না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন