রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

যোগ্যতাস্কেল বাতলে দাও! মেট্টিক পাশকে থেঁতলে দাও! বেতন নিয়ে বলতে দাও! সম্মান নিয়ে চলতে দাও! শিক্ষক আমি বাঁচতে দাও! আমায়ও তো হাসতে দাও! নতুন পোষাক পড়তে দাও! জীবনটাকে গড়তে দাও! কাজ আমাদের কামিয়ে দাও! ইসকুল টাইম নামিয়ে দাও! নিঃশ্বাস ফেলি; সুযোগ দাও! প্রমোশনের সুযোগ দাও! দুঃখ কিছু ফেলতে দাও! স্বপ্ন নিয়ে খেলতে দাও!

যোগ্যতাস্কেল বাতলে দাও!
মেট্টিক পাশকে থেঁতলে দাও!
বেতন নিয়ে বলতে দাও!
সম্মান নিয়ে চলতে দাও!
শিক্ষক আমি বাঁচতে দাও!
আমায়ও তো হাসতে দাও!
নতুন পোষাক পড়তে দাও!
জীবনটাকে গড়তে দাও!
কাজ আমাদের কামিয়ে দাও!
ইসকুল টাইম নামিয়ে দাও!
নিঃশ্বাস ফেলি; সুযোগ দাও!
প্রমোশনের সুযোগ দাও!
দুঃখ কিছু ফেলতে দাও!
স্বপ্ন নিয়ে খেলতে দাও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন