কেউ
যদি চুরি করে বড় লোক হতে চায় হোক। কিন্তু আমি যদি কাউকে গরীব বলে চুরি
করতে সহযোগিতা করি তবে তার দায় আমার উপরও বর্তায়। যেমন ধরেন আমি একজন
শিক্ষক। আমি আমার শিক্ষার্থীদের কাছে ফেসবুকে আউট করা প্রশ্ন তুলে দিতে
পারি না। ছিঃ এ কেমন বেমানান কাজ! অনেক শিক্ষককে আমি এ কাজ করতে দেখেছি।
নিজ চোখেই দেখেছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন