একবার যদি সচিব হইতে পারতাম, তবে আমি আর প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষকগিরি করতাম না! এখানে বড় ভেজাল। শত শত পোলাপান কন্ট্রোল করতে পারি না। কথা শুনে না। ইচ্ছা করেও অফিসারগিরির মুড ধরে থাকতে পারি না। চেঁচামেচি না করে নিস্তার নাই। নয়টা থেকে ১১টা পর্যন্ত চিল্লাইয়াই ক্ষুধা লাইগা যায়। তার পর পাঁচ টাকার টিফিন খাই।
আর বাকী সময়টা কোন রকমে পেটে হাত দিয়ে পাড় করে দিই।
আর বাকী সময়টা কোন রকমে পেটে হাত দিয়ে পাড় করে দিই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন