মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

নবীজীর কথা কইয়া সবাই কান্দে; কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে! নবীজীকে সালাম করি নবীর নামে দরুদ পড়ি নবী প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে; বাইরে তারে মানে না রে সংসারে সমাজে বলে, তিনি হলেন আল্লাহ রাসূল; এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে!

নবীজীর কথা কইয়া সবাই কান্দে;
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে!
নবীজীকে সালাম করি
নবীর নামে দরুদ পড়ি
নবী প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে;
বাইরে তারে মানে না রে সংসারে সমাজে
বলে, তিনি হলেন আল্লাহ রাসূল; এমনটা কি সাজে?
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ মনে বাজে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন