সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

বাম পথে হেটে হেটে স্বর্গতে যামু রে

বাম পথে হেটে হেটে
স্বর্গতে যামু রে
বিরিয়ানী রুটি কলা
মজা করে খামু রে!
বেহেস্ত বেহেস্ত কইর নারে
বেহেস্ত তো জামাতির
স্বর্গে তোমার বহুত মজা;
দাওয়াত দিলাম খিচুড়ির!
ঐ জামাতি ভন্ড (?)
ফাঁসিই হবে দন্ড
দিন নাই রাত নাই
জামাতির ভাত নাই
লিগ্যাল দল আর থাকবে না
সৎ পথে কেউ ডাকবে না
যত পারিস খাইয়া যা
নিজের ঘরে লইয়া যা
ডান পথ মানি না
বাম ছাড়া জানি না
ডান পথে মজা নাই
বাম পথে গাঁজা পাই
বিচার তো বিচারই
তাল গাছও আমারই
বাম দলে আয় রে
মজা করা যায় রে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন