বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

পোলাপানী কারিগর মানুষ তো করি রে স্কুলে আয় পড়া পড় এই কাজ করি রে! প্লাস্টিক জুতা পড়ি জুটা যেন ছিড়ে না স্কুলে থাকি সারাদিন কোন ভাবে নীড়ে না। পোলিস্টার জামা গায় নয়া জামা পড়ি না সাদামাটা জীবনে কারো হাতে ধরি না। তেলাকোচিলা নামে কাউয়ার জাঙ্গি পাঙ্গাস কানসায় ঝোল দিয়া রান্দি। কি আমার শক্তি কতটুকু পড়াব? সামর্থে যত ধরে জ্ঞান তারে ভরাব! সরকার বুঝে গো বুঝে তার আমলা প্রাইমারি শিক্ষক সারাদিন কামলা!

পোলাপানী কারিগর
মানুষ তো করি রে
স্কুলে আয় পড়া পড়
এই কাজ করি রে!
প্লাস্টিক জুতা পড়ি
জুটা যেন ছিড়ে না
স্কুলে থাকি সারাদিন
কোন ভাবে নীড়ে না।
পোলিস্টার জামা গায়
নয়া জামা পড়ি না
সাদামাটা জীবনে
কারো হাতে ধরি না।
তেলাকোচিলা নামে
কাউয়ার জাঙ্গি
পাঙ্গাস কানসায়
ঝোল দিয়া রান্দি।
কি আমার শক্তি
কতটুকু পড়াব?
সামর্থে যত ধরে
জ্ঞান তারে ভরাব!
সরকার বুঝে গো
বুঝে তার আমলা
প্রাইমারি শিক্ষক
সারাদিন কামলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন