রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

গত রাতে একি স্বপ্ন দেখাদেখি ভ্রমণ করি

গত রাতে একি!
স্বপ্ন দেখাদেখি
------ভ্রমণ করি
ছুটি নাই নাই
বুদ্ধি খাটাই
------তবে কি করি!
বাসে যাব না
মজা পাব না
------জ্যাম পরিবে
টানবে খাড়া
বিমান ভাড়া
------কত পরিবে!
সুন্দরবনে
আর কিছু ক্ষণে
------কক্সবাজার
শুক্রবারে
শিক্ষকও পারে
------ভ্রমণ মজার!
কোথায় এ সুখ?
হাসি হাসি মুখ
------আসবে কবে?
শিক্ষক মন
জাতির রতন
------বাঁচলে তবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন