শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

পড়াবা ওয়ান টু কয় টাকা লাগে রে?

পড়াবা ওয়ান টু
কয় টাকা লাগে রে?
এই লেখ এই লেখ!
চোখে ঘুম জাগে রে!
এমনটা সরকার
বেশ মনে করে রে;
শিক্ষক জানি তবে
সাধ কেন মরে রে!
নিয়োগের সময়ে
ডিগ্রী তো কেনো রে?
ঠিক ঠাক ক্লাস নিও
ভাল করে যেনো রে!
পাঠটিকা লিখিও
উপকরণ নিও রে!
অফিসেও মন দিও
তেল পানি দিও রে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন