সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

চাকরির টাকা আমি খাওয়াব কারে? রিটায়েড পরে যদি বেতন বাড়ে! বাবা কয় বাবারে‚ বাজারে যাবি? এইটুকু মাছ নিয়ে আন যদি পাবি! চাওয়ার আগেই দিব সাধ্যে কি আছে? দুখীজন দুখ বলি বল কার কাছে! মায়ের মুখো পানে চেয়ে অসহায় কত আর বলা যায় মুখের ভাষায়! মাগো‚ বলি একটা কাপড় কিনি? কিনতে লবন তেল তবে পারবিনি? পারলে হাতে দুই ডিম নিয়ে আয়! না খেয়ে সারাদিন স্কুলে থাকা যায়?

চাকরির টাকা আমি
খাওয়াব কারে?
রিটায়েড পরে যদি
বেতন বাড়ে!
বাবা কয় বাবারে‚
বাজারে যাবি?
এইটুকু মাছ নিয়ে
আন যদি পাবি!
চাওয়ার আগেই দিব
সাধ্যে কি আছে?
দুখীজন দুখ বলি
বল কার কাছে!
মায়ের মুখো পানে
চেয়ে অসহায়
কত আর বলা যায়
মুখের ভাষায়!
মাগো‚ বলি একটা
কাপড় কিনি?
কিনতে লবন তেল
তবে পারবিনি?
পারলে হাতে দুই
ডিম নিয়ে আয়!
না খেয়ে সারাদিন
স্কুলে থাকা যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন