শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

পিএসসি খাতা দেখি কথা কব না ফেসবুকে আসলেও বেশি রব না। দুইশো তিন দিনে দিতেই হবে; নম্বর দিব কি না দেখে তবে? খাওয়ার সময় নাই ঘুম যাই না কত কত বন্ধুর দেখা পাই না। ও আমার বন্ধু রাগ কর না! খাতা দেখা কামটা কি বড়সড় না?

পিএসসি খাতা দেখি
কথা কব না
ফেসবুকে আসলেও
বেশি রব না।
দুইশো তিন দিনে
দিতেই হবে;
নম্বর দিব কি
না দেখে তবে?
খাওয়ার সময় নাই
ঘুম যাই না
কত কত বন্ধুর
দেখা পাই না।
ও আমার বন্ধু
রাগ কর না!
খাতা দেখা কামটা কি
বড়সড় না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন