পরীক্ষায় কি লাগে খালু মামার?
ফাঁকদা খালি শরম লাগে আমার!
পরীক্ষার আগেই হয় প্রশ্ন ফাঁস!
আমারে কয়, স্যার খান ঘোড়ার ঘাস?
কে বা কারা এ কাজ করে যায়?
কে আজ মাখে কার শরমটা গায়?
উৎসব মুখর নিলাম পরীক্ষা;
শিক্ষার্থীদের দিলাম কি শিক্ষা?
দাম নাই রে পড়ার দাম নাই!
পন্ডিতি ছেড়ে চল নেশা খাই!
ফাঁকদা খালি শরম লাগে আমার!
পরীক্ষার আগেই হয় প্রশ্ন ফাঁস!
আমারে কয়, স্যার খান ঘোড়ার ঘাস?
কে বা কারা এ কাজ করে যায়?
কে আজ মাখে কার শরমটা গায়?
উৎসব মুখর নিলাম পরীক্ষা;
শিক্ষার্থীদের দিলাম কি শিক্ষা?
দাম নাই রে পড়ার দাম নাই!
পন্ডিতি ছেড়ে চল নেশা খাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন