এই বুঝি বেতন বাড়ে!!!
আমার যেন কেমন করে!
কেউ বলে পনের হবে
সন্দেহ? জানুন তবে!
কেউ বলে চৌদ্দ কি ষোল;
আমি বলি, বলো আরো বলো!
বাড়ার কথা শুনে ভাল লাগে
সারাদিন পড়ানোর স্পৃহা জাগে
ব্যপার না নয় সাড়ে চার
দেখব না কোন ক্লাস কার
ত্রিশে বেতনটা মিলে গেলে
প্রয়োজনে সূর্য ডুবে গেলে
পড়া আর পড়া পড়াব
সব ছেড়ে স্কুলে জড়াব!
আমার যেন কেমন করে!
কেউ বলে পনের হবে
সন্দেহ? জানুন তবে!
কেউ বলে চৌদ্দ কি ষোল;
আমি বলি, বলো আরো বলো!
বাড়ার কথা শুনে ভাল লাগে
সারাদিন পড়ানোর স্পৃহা জাগে
ব্যপার না নয় সাড়ে চার
দেখব না কোন ক্লাস কার
ত্রিশে বেতনটা মিলে গেলে
প্রয়োজনে সূর্য ডুবে গেলে
পড়া আর পড়া পড়াব
সব ছেড়ে স্কুলে জড়াব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন