সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

কত নেতা আইল গেল দাবী আদায় হইল না অবশেষে নাসরিন আপাও মনের কথা কইল না। আবার বুঝি সমিতিটা ভাইঙ্গা গেল হায় রে হায় নতুন করে স্বপ্ন দেখি; বুদ্ধি করি আয় রে আয়!

কত নেতা আইল গেল
দাবী আদায় হইল না
অবশেষে নাসরিন আপাও
মনের কথা কইল না।
আবার বুঝি সমিতিটা
ভাইঙ্গা গেল হায় রে হায়
নতুন করে স্বপ্ন দেখি;
বুদ্ধি করি আয় রে আয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন