সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

০ মুসলিম হয়েছ ভাল কথা। কিন্তু আল্লাহর নাম নিতে পার না, নারায়ে তাকবীর বলতে পার না, সকল শক্তির একমাত্র উৎস একমাত্র আল্লাহ তা মুখে বলতে পার না বিশ্বাসও করতে পার না; তবে তোমার নাম পাল্টিয়ে ফেললেই তো পার! ০ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পার না। কিন্তু বিপদে আপদে, কোন সুযোগ ভোগ করার জন্য কার কাছে মোনাজাত করে চাও, কিন্তু কেন? ০ মুসলিমের ঘরে জন্মে মুসলিম হয়ে তুমি যদি এত ভালই হয়ে থাক, তবে কুরআন, হাদীস অনুসরনকারীদের তুমি শত্রু ভাব কেন? কারো কাছে যদি কুরআন, হাদীসের বই দেখ, তাফসীরের বই দেখ তাদের উপর তুমি চড়াও হও কেন? তারা কি তোমার উপর চড়াও হয়? -এখন আমি বলি, গাঞ্জা খাওয়া বাদ দিয়ে গোসল করে পবিত্র হয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, সঠিক উত্তরটাই তুমি পেয়ে যাবে। আশা করি ভাল হতে তোমার চার আনা পয়সাও লাগবে না!

০ মুসলিম হয়েছ ভাল কথা। কিন্তু আল্লাহর নাম নিতে পার না, নারায়ে তাকবীর বলতে পার না, সকল শক্তির একমাত্র উৎস একমাত্র আল্লাহ তা মুখে বলতে পার না বিশ্বাসও করতে পার না; তবে তোমার নাম পাল্টিয়ে ফেললেই তো পার!
০ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পার না। কিন্তু বিপদে আপদে, কোন সুযোগ ভোগ করার জন্য কার কাছে মোনাজাত করে চাও, কিন্তু  কেন?
০ মুসলিমের ঘরে জন্মে মুসলিম হয়ে তুমি যদি এত ভালই হয়ে থাক, তবে কুরআন, হাদীস অনুসরনকারীদের তুমি শত্রু ভাব কেন? কারো কাছে যদি কুরআন, হাদীসের বই দেখ, তাফসীরের বই দেখ তাদের উপর তুমি চড়াও হও কেন? তারা কি তোমার উপর চড়াও হয়?

-এখন আমি বলি, গাঞ্জা খাওয়া বাদ দিয়ে গোসল করে পবিত্র হয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, সঠিক উত্তরটাই তুমি পেয়ে যাবে। আশা করি ভাল হতে তোমার চার আনা পয়সাও লাগবে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন