সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

মাস্টার ডরায় আর পড়ায় আশায় আশায় দিন গড়ায় একদিন দীনতা ঘুচবে সরকার আমাদের বুঝবে কত কাম সরকারে করায় সেই মত পেট নাহি ভরায় মাস্টার আবাসন পায় না রেশনের ডাল তেল খায় না সুখ নাই দেহ আর মনে সম্মান দাও দাও ধনে বুক ভরা ভালবাসা পায় না তারপরও স্কুল ছেড়ে যায় না মাস্টারগিরি করি মাস্টারি ইস্কুল ইস্কুল মন নাই বাড়ি!

মাস্টার ডরায় আর পড়ায়
আশায় আশায় দিন গড়ায়
একদিন দীনতা ঘুচবে
সরকার আমাদের বুঝবে
কত কাম সরকারে করায়
সেই মত পেট নাহি ভরায়
মাস্টার আবাসন পায় না
রেশনের ডাল তেল খায় না
সুখ নাই দেহ আর মনে
সম্মান দাও দাও ধনে
বুক ভরা ভালবাসা পায় না
তারপরও স্কুল ছেড়ে যায় না
মাস্টারগিরি করি মাস্টারি
ইস্কুল ইস্কুল মন নাই বাড়ি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন