নিজ ঘরে আলো নাই
আলো যাই জ্বালিয়ে
ভালবাসা ইসকুলে
ক্ষুধা থাকে পালিয়ে।
টিফিনটা খেয়ে নিই
পাঁচ টাকা দিয়ে রে
সহকারী শিক্ষক;
ফাঁকা তাঁর বিয়ে রে!
আলো যাই জ্বালিয়ে
ভালবাসা ইসকুলে
ক্ষুধা থাকে পালিয়ে।
টিফিনটা খেয়ে নিই
পাঁচ টাকা দিয়ে রে
সহকারী শিক্ষক;
ফাঁকা তাঁর বিয়ে রে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন