বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

পত্রিকাতে পে-স্কেল দিল; মন্ত্রী বলে কই নাই তো! তলে তলে আমরা আবার বলির পাঠা হই নাই তো? জুলাই শেষে ডিসেম্বর তারপর কয় জুলাইতে বেতন বাড়বে বাড়বে বলে কত্ত পারে ভুলাইতে? ফেসবুকের স্ট্যাটাস মারি ইচ্ছা হলেই ডিলিট হয় মন্ত্রী বলেই সকল কথা সত্য বলার টিকিট নয়! উনুন আমার জ্বলল না রে জ্বলল না; মিথ্যা আশায় খুশির গাড়ি চলল না!

পত্রিকাতে পে-স্কেল দিল;
মন্ত্রী বলে কই নাই তো!
তলে তলে আমরা আবার
বলির পাঠা হই নাই তো?
জুলাই শেষে ডিসেম্বর
তারপর কয় জুলাইতে
বেতন বাড়বে বাড়বে বলে
কত্ত পারে ভুলাইতে?
ফেসবুকের স্ট্যাটাস মারি
ইচ্ছা হলেই ডিলিট হয়
মন্ত্রী বলেই সকল কথা
সত্য বলার টিকিট নয়!

উনুন আমার জ্বলল না রে জ্বলল না;
মিথ্যা আশায় খুশির গাড়ি চলল না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন