শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

শিক্ষকরা আমলাগিরি জানি না তাই কামলাগিরি করি রে

শিক্ষকরা আমলাগিরি জানি না
তাই কামলাগিরি করি রে
পে-স্কেল হলেই বেশি পায় তারা
কেমনে তাদেরে ধরি রে?
বেতনটা তাদের বারগুণ বেশি
মহার্ঘতেও সাড়ে তিন
শিক্ষক আমরা মাটির সাথে মিশতে
লাগবে আর কত দিন???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন