নারীদের সংসারে কত কত কাম
ঘরে এসে আগে তারে জানাও সালাম।
নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম!
নারীহীন পুরুষের কত বদনাম!
সংসারী কাম কাজে নারী করে খেলা
স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা।
পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার
নারী খাবে অবশেষে থাকে না খাবার।
পেয়াজ রসুন কাটে কাটে তরকারী
সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি।
কার লাগি করে নারী কোন্ দোষে দোষী?
ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি!
ভেবেছ নারীরে রব বানালেন কিসে?
মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে!
সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে;
সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে।
বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ
চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ!
জীবনের দামে কিনে এমন স্বপন
দিন-রাত পাবে তার পুরুষের মন।
চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির
পুরুষ হইলে পর কে আছে নারীর?
ঘরে এসে আগে তারে জানাও সালাম।
নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম!
নারীহীন পুরুষের কত বদনাম!
সংসারী কাম কাজে নারী করে খেলা
স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা।
পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার
নারী খাবে অবশেষে থাকে না খাবার।
পেয়াজ রসুন কাটে কাটে তরকারী
সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি।
কার লাগি করে নারী কোন্ দোষে দোষী?
ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি!
ভেবেছ নারীরে রব বানালেন কিসে?
মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে!
সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে;
সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে।
বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ
চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ!
জীবনের দামে কিনে এমন স্বপন
দিন-রাত পাবে তার পুরুষের মন।
চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির
পুরুষ হইলে পর কে আছে নারীর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন