না খেয়ে মরবা না
ঠিকঠাক পড়াও
বেতন দিবই তো
কেন তো ডরাও?
তোমরা শিক্ষক
জাতি গড়া কাজ
কম টাকা কম খাও
তাতে কিরে লাজ?
আলাদা স্কেল দিব
আরো কত কি!
বেতনের সাথে নিও
লাগিয়ে পিপি!
ইটে ঘর পঁচা হয়
লাগিও খুঁটি
ইলিশের মতই তো
দেখতে পুটি!
তোমায় তো দিবই
দাম বাড়ানি
যোগ্যতাভিত্তিক
ঘুম পাড়ানি!
ঠিকঠাক পড়াও
বেতন দিবই তো
কেন তো ডরাও?
তোমরা শিক্ষক
জাতি গড়া কাজ
কম টাকা কম খাও
তাতে কিরে লাজ?
আলাদা স্কেল দিব
আরো কত কি!
বেতনের সাথে নিও
লাগিয়ে পিপি!
ইটে ঘর পঁচা হয়
লাগিও খুঁটি
ইলিশের মতই তো
দেখতে পুটি!
তোমায় তো দিবই
দাম বাড়ানি
যোগ্যতাভিত্তিক
ঘুম পাড়ানি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন