এই ব্লগের লেখাগুলো কোন কপি পেস্ট জাত নয়; একান্তই নিজস্ব লেখা।
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
কি দরকার ছিল এই বয়সে
তুমি শিশু মরার
বাপ মা তোমায় কাল খুঁজেনি
আজ পারেনি ধরার
কখন কে হয় কাহার আধার
কাহার পেটটা ভরে
কেউ জানে না জন্মে কখন
কে যে কখন মরে!
দোষ করিলে বাপ মা করে
সরকার করে কিছু
জিহাদ তুমি জান্নাতে যাও
জাতি বড় নিচু!
কি দরকার ছিল এই বয়সে
তুমি শিশু মরার
বাপ মা তোমায় কাল খুঁজেনি
আজ পারেনি ধরার
কখন কে হয় কাহার আধার
কাহার পেটটা ভরে
কেউ জানে না জন্মে কখন
কে যে কখন মরে!
দোষ করিলে বাপ মা করে
সরকার করে কিছু
জিহাদ তুমি জান্নাতে যাও
জাতি বড় নিচু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন