রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

একদা রাতে একা ঘুম যাই বিশ্বাস করেন ঘুম আসে নাই! স্বপ্নে দেখি আঠারো হাজার! কয় টাকা খাব করব বাজার! চিমটি কেটে হাতে চামড়ায় সরকারি টাকা দিতে কামড়ায়! স্বপ্ন শেষে ভাঙ্গিল ঘুম বেতন বাজে গুড়ুম গুড়ুম। রাত তো গেল স্বপ্নও শেষ স্বপ্ন দেখেই ধন্য অশেষ!

একদা রাতে
একা ঘুম যাই
বিশ্বাস করেন
ঘুম আসে নাই!
স্বপ্নে দেখি
আঠারো হাজার!
কয় টাকা খাব
করব বাজার!
চিমটি কেটে
হাতে চামড়ায়
সরকারি টাকা
দিতে কামড়ায়!
স্বপ্ন শেষে
ভাঙ্গিল ঘুম
বেতন বাজে
গুড়ুম গুড়ুম।
রাত তো গেল
স্বপ্নও শেষ
স্বপ্ন দেখেই
ধন্য অশেষ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন