কোন্ কারণে আন্দোলনে
আপন মনে করতে গিয়ে
কোন্ কারণে দুঃখ পেলাম
শয়তানিটা ধরতে গিয়ে
কোন্ কারণে সহকারীর
হৃদয়জুড়ে কালো মেঘে
কোন্ কারণে হতাশা আর
কাঁদছে কেন কোন্ আবেগে?
কোন্ কারণে প্রমোশনের
দরজা কেন বন্ধ আজি
কোন্ কারণে শিক্ষক হবে
থার্ডক্লাস বলে কোন্ সে পাজি
কোন্ কারণে ইস্কুল থুয়ে
রাজপথে যাই থাকব ঘরে
কোন্ কারণে ইটের বাড়ি
লাগবে বানাই ঐ কবরে?
কোন্ কারণে প্রশ্ন ফাঁসে
পরীক্ষাতে না পড়ে পাস
কোন্ কারণে টিফিন খাবে
শিক্ষকেরা মালমচা ঘাস
কোন্ কারণে গড়তে জাতি
জ্বালাও বাতি অন্ধকারে
বলছি কারে বারে বারে
তেল পানি দাও স্বপ্নটারে!
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
কোন্ কারণে আন্দোলনে আপন মনে করতে গিয়ে কোন্ কারণে দুঃখ পেলাম শয়তানিটা ধরতে গিয়ে কোন্ কারণে সহকারীর হৃদয়জুড়ে কালো মেঘে কোন্ কারণে হতাশা আর কাঁদছে কেন কোন্ আবেগে? কোন্ কারণে প্রমোশনের দরজা কেন বন্ধ আজি কোন্ কারণে শিক্ষক হবে থার্ডক্লাস বলে কোন্ সে পাজি কোন্ কারণে ইস্কুল থুয়ে রাজপথে যাই থাকব ঘরে কোন্ কারণে ইটের বাড়ি লাগবে বানাই ঐ কবরে? কোন্ কারণে প্রশ্ন ফাঁসে পরীক্ষাতে না পড়ে পাস কোন্ কারণে টিফিন খাবে শিক্ষকেরা মালমচা ঘাস কোন্ কারণে গড়তে জাতি জ্বালাও বাতি অন্ধকারে বলছি কারে বারে বারে তেল পানি দাও স্বপ্নটারে!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন