মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

এক টাকা দুই টাকা না‚ নব্বই লাখ! আমি বলি- বেতনের তফাৎটা আরো বেশি থাক! সে তো এলো ডাইরেক্ট স্বর্গ হতে! তার সম কে আছে পৃথিবীতে? আমরা মাস্টার- আমাদের বেতনটা আষ্ট হাজার এক লাখ পাবে ঐ স্বর্গীয় দূতটা ভবের বাজার! হায় আমি জানি না! কি খেয়ে‚ পাস করে এত সম্মান? শিক্ষক করে মোরে সরকার দেয় অত কান ধরে টান! ও বাপু! আমারে বলে দাও না! তফাৎটা এত কেন? আমাদের মত তুমি ভাত খাও না?

এক টাকা দুই টাকা না‚ নব্বই লাখ!
আমি বলি-
বেতনের তফাৎটা আরো বেশি থাক!
সে তো এলো ডাইরেক্ট স্বর্গ হতে!
তার সম কে আছে পৃথিবীতে?
আমরা মাস্টার-
আমাদের বেতনটা আষ্ট হাজার
এক লাখ পাবে ঐ স্বর্গীয় দূতটা
ভবের বাজার!
হায় আমি জানি না!
কি খেয়ে‚ পাস করে এত সম্মান?
শিক্ষক করে মোরে সরকার দেয়
অত কান ধরে টান!
ও বাপু! আমারে বলে দাও না!
তফাৎটা এত কেন?
আমাদের মত তুমি ভাত খাও না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন