শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

আগে যদি জানতাম আমি পাইপের ভিতরে উড়ে গিয়ে দেখে আসতাম জিহাদ কি করে! দুচোখ জুড়ে ঘুম আসেনি বাঁচাও বাঁচাও ডাক জিহাদ কুপে কেমনে ঘুমাই এক রাতই তো‚ থাক! রশি ব্যাগে উঠে আসে আবার পড়ে যায় ক্ষণে ক্ষণে পাউরুটি জুস চিবায় চিবায় খায় মরে নাইরে মরে নাই নড়ে উঠেছে সময় টিভির সঙ্গে থাক সংবাদ জুটেছে! একবার শুনি পরিত্যক্ত মানব চিহ্ন নাই হঠাৎ করে উদ্ধার ছাড়াই প্রিন্সের দেখা পাই কোথায় কাহার বাপ মা লুকায় পোলা হারাইছে? নাটকিরা কাইন্দা বলে জিহাদ বারাইছে!

আগে যদি জানতাম আমি
পাইপের ভিতরে
উড়ে গিয়ে দেখে আসতাম
জিহাদ কি করে!
দুচোখ জুড়ে ঘুম আসেনি
বাঁচাও বাঁচাও ডাক
জিহাদ কুপে কেমনে ঘুমাই
এক রাতই তো‚ থাক!
রশি ব্যাগে উঠে আসে
আবার পড়ে যায়
ক্ষণে ক্ষণে পাউরুটি জুস
চিবায় চিবায় খায়
মরে নাইরে মরে নাই
নড়ে উঠেছে
সময় টিভির সঙ্গে থাক
সংবাদ জুটেছে!
একবার শুনি পরিত্যক্ত
মানব চিহ্ন নাই
হঠাৎ করে উদ্ধার ছাড়াই
প্রিন্সের দেখা পাই
কোথায় কাহার বাপ মা লুকায়
পোলা হারাইছে?
নাটকিরা কাইন্দা বলে
জিহাদ বারাইছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন