ডিম থেকে বেরিয়ে কাঁদে ছোট্ট হাসের ছা তোমরা কি কেউ দেখেছো কোথায় আমার মা? কান্না শুনে দৌড়ে এসে মা বলল‚ মা! আর কেঁদো না কোলে এসো আমিই তোমার মা! তোমায় খুঁজতে খুঁজতে মাগো ব্যথা আমার পা আমায় ছেড়ে আবার যেন কোথাও যেও না!
ডিম থেকে বেরিয়ে কাঁদে
ছোট্ট হাসের ছা
তোমরা কি কেউ দেখেছো
কোথায় আমার মা?
কান্না শুনে দৌড়ে এসে
মা বলল‚ মা!
আর কেঁদো না কোলে এসো
আমিই তোমার মা!
তোমায় খুঁজতে খুঁজতে মাগো
ব্যথা আমার পা
আমায় ছেড়ে আবার যেন
কোথাও যেও না!
❤️
উত্তরমুছুন