মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

গাঁয়ের পথে হাটছি শীতে ভিজছি শিশির বৃষ্টিতে জল মাখিয়ে যায় রে তনু কি অপরূপ সৃষ্টিতে! যেই মেঘেরা গগন পানে ছুটত দলে গ্রীষ্মকাল সূর্য লুকায় টান বুঝিবে মেঘ করে এক কান্না গাল। লেপ কাঁথারা ডাকছে আমায় আমায় জড়া আয় না রে! এমন ক্ষণে বাহিরে কেউ কাজবিহীনে যায় না রে!

গাঁয়ের পথে হাটছি শীতে
ভিজছি শিশির বৃষ্টিতে
জল মাখিয়ে যায় রে তনু
কি অপরূপ সৃষ্টিতে!
যেই মেঘেরা গগন পানে
ছুটত দলে গ্রীষ্মকাল
সূর্য লুকায় টান বুঝিবে
মেঘ করে এক কান্না গাল।
লেপ কাঁথারা ডাকছে আমায়
আমায় জড়া আয় না রে!
এমন ক্ষণে বাহিরে কেউ
কাজবিহীনে যায় না রে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন