মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

ভেবেছি গান আর গাওয়া হবে না পৃথিবীতে চিরদিন কেউ রবে না! যেই খাটে দাদা ছিল দাদার ঘরে আমি থাকি সেই খাটে দাদার পরে। প্রতিদিন কানে শুনি শোক সংবাদ ভাবি আমল করি কাম কাজ বাদ। সাধ ছিল দেশটাকে সুন্দর দেখি দেহে থাকতে প্রাণ তা পূরবে কি!

ভেবেছি গান আর গাওয়া হবে না
পৃথিবীতে চিরদিন কেউ রবে না!
যেই খাটে দাদা ছিল দাদার ঘরে
আমি থাকি সেই খাটে দাদার পরে।
প্রতিদিন কানে শুনি শোক সংবাদ
ভাবি আমল করি কাম কাজ বাদ।
সাধ ছিল দেশটাকে সুন্দর দেখি
দেহে থাকতে প্রাণ তা পূরবে কি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন