সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

আন্দোলনের ট্রেন ঝিকঝিক চলে না সহকারীদের কথা ঠিক ঠিক বলে না। সময় তো টিকটিকি যায় চলে হায় রে দাবি লই দাবি লই তাড়াতাড়ি আয় রে! শিক্ষক সমিতি নামে আছে কামে নাই আল্লাহর নাম নিয়া সবে চল মাঠে যাই!

আন্দোলনের ট্রেন
ঝিকঝিক চলে না
সহকারীদের কথা
ঠিক ঠিক বলে না।
সময় তো টিকটিকি
যায় চলে হায় রে
দাবি লই দাবি লই
তাড়াতাড়ি আয় রে!
শিক্ষক সমিতি
নামে আছে কামে নাই
আল্লাহর নাম নিয়া
সবে চল মাঠে যাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন