সকালে বের হই
সন্ধ্যায় বাড়ি
সারাদিন ইস্কুল
আর কিছু পারি?
তারপরও বলো যদি
পড়া হয় না;
শিক্ষক শিক্ষার
পরাজয় না?
কী আছে আমাদের
হিংসা করার?
কাজই তো পড়া আর
মানুষ গড়ার!
বেতন না দাও থাক
শিক্ষক নাম
আরো দিও যত করি
সরকারি কাম!
তোমারই তো ছেলেমেয়ে
আমিই পড়াই
ক খ এক দুইয়ে
হাতটা ধরাই!
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
সকালে বের হই সন্ধ্যায় বাড়ি সারাদিন ইস্কুল আর কিছু পারি? তারপরও বলো যদি পড়া হয় না; শিক্ষক শিক্ষার পরাজয় না? কী আছে আমাদের হিংসা করার? কাজই তো পড়া আর মানুষ গড়ার! বেতন না দাও থাক শিক্ষক নাম আরো দিও যত করি সরকারি কাম! তোমারই তো ছেলেমেয়ে আমিই পড়াই ক খ এক দুইয়ে হাতটা ধরাই!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন