গরু খেয়ে মুসলিম
পাঞ্জাবি পড়িয়া
দাড়ি টুপি পাগড়ি
জিজ্ঞির ধরিয়া।
পেটুকের ইসলাম
মুসলমানিতে
রাজনীতি করি না
ফুঁ দেই পানিতে।
দ্বীন হোক পূর্ণ
সব কাজে মানিনা
নিজ কাজ সিদ্ধে
ইসলাম টানি না।
বিপদে পড়লেই
মনে মনে আল্লাহ
কাজ মোর মাপি না
দিয়ে দাড়িপাল্লা।
মাঝে মাঝে যাইগা
বাড়ি ঘর ছাড়িয়া
খিচুড়ীর সুন্নত
খাই টেনে কাড়িয়া।
সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
গরু খেয়ে মুসলিম পাঞ্জাবি পড়িয়া দাড়ি টুপি পাগড়ি জিজ্ঞির ধরিয়া। পেটুকের ইসলাম মুসলমানিতে রাজনীতি করি না ফুঁ দেই পানিতে। দ্বীন হোক পূর্ণ সব কাজে মানিনা নিজ কাজ সিদ্ধে ইসলাম টানি না। বিপদে পড়লেই মনে মনে আল্লাহ কাজ মোর মাপি না দিয়ে দাড়িপাল্লা। মাঝে মাঝে যাইগা বাড়ি ঘর ছাড়িয়া খিচুড়ীর সুন্নত খাই টেনে কাড়িয়া।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন