হৃদয়টা ভরে যায়
মা মা ডাকিলে
প্রজাপতি গান করে
নাক মুখ পাকিলে
সারাদিন হৈ চৈ
ব্যস্ত যে রাস্তা
সাপ ঘুঁই সাপেরা
খেয়ে ফেলে আস্তা।
খাল বিল নদীরা
জল দেয় কত রে
মনিবরে চেনো তুমি
মনিবের মত রে?
মা মা ডাকিলে
প্রজাপতি গান করে
নাক মুখ পাকিলে
সারাদিন হৈ চৈ
ব্যস্ত যে রাস্তা
সাপ ঘুঁই সাপেরা
খেয়ে ফেলে আস্তা।
খাল বিল নদীরা
জল দেয় কত রে
মনিবরে চেনো তুমি
মনিবের মত রে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন