গরু রে গরু
তোর লাগিয়া আনছি কাটি ঘাস
বলছি যেন
পেটটা ভরে ভদ্রভাবে খাস।
এই না দেখি
জমিদারি কিছু খাস ফালাস!
আন তবে তুই
নিজের লাগি ঘাস কাটিয়া ঘাস!
এই না রোদে
কচি খাবার সহজেই পাস?
কৃষকেরা
ফসল ছেড়ে ঘাস করে না চাষ!
আইল খুঁজিয়া
মুঠো মুঠো ঘাস কাটিরে ঘাস;
এমনি করে
ফেলবি তবে করবি কেমনে বাস?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন