শিক্ষকরা কত্তো ভালা
পান্তা নাস্তা খায়
নতুনত্ব বুঝতে নারি
পড়নের জামায়।
দুইশো পাঁচশো ছেলে মেয়ে
স্কুলে থাকে মন
কেমনে জানে কেমনে থাকে
বউ আদরের ধন!
সরকার তারে পাঁচ টাকা দেয়
টিফিন যেন খায়
দুপুর খাবার ভাগ্যে জোটে
ঐ বিকাল পাঁচটায়!
মাটির দেয়াল টিনের চালে
স্বপ্ন বাধা ঘর
বৃষ্টি ঝরে রহমত হয়ে
স্যারের গায়ের পর।
শিশির ভোরে লাংগল কাধে
ক্ষেতে ছুটে যায়
আব্বা দেখতাম স্কুলে যেতেন
কাদা মাখা গায়।
পান্তা নাস্তা খায়
নতুনত্ব বুঝতে নারি
পড়নের জামায়।
দুইশো পাঁচশো ছেলে মেয়ে
স্কুলে থাকে মন
কেমনে জানে কেমনে থাকে
বউ আদরের ধন!
সরকার তারে পাঁচ টাকা দেয়
টিফিন যেন খায়
দুপুর খাবার ভাগ্যে জোটে
ঐ বিকাল পাঁচটায়!
মাটির দেয়াল টিনের চালে
স্বপ্ন বাধা ঘর
বৃষ্টি ঝরে রহমত হয়ে
স্যারের গায়ের পর।
শিশির ভোরে লাংগল কাধে
ক্ষেতে ছুটে যায়
আব্বা দেখতাম স্কুলে যেতেন
কাদা মাখা গায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন