মনে যেই ভাবনা
সেই লেখা আসে রে
যার মনে দুঃখ
তার মুখ হাসে রে?
যেই চোখে স্বপ্ন
সেই চোখ বুজে কি?
যার আছে বেশি বেশি
সে কিছু খুঁজে কি?
আমাদের ঘর নাই
বর নাই বউ নাই;
চাল ডাল থাকলে কি
খাই খুদ পান্তাই?
সকাল টু সন্ধ্যা
ইস্কুলে থাকি রে
শিক্ষক শিশু মিলে
করি আকাআঁকি রে!
বেতনের ভার যার
খাবলিয়ে খায় কি!
গড়ে দিল শিক্ষক
তারা কিছু পায় কি?
সেই লেখা আসে রে
যার মনে দুঃখ
তার মুখ হাসে রে?
যেই চোখে স্বপ্ন
সেই চোখ বুজে কি?
যার আছে বেশি বেশি
সে কিছু খুঁজে কি?
আমাদের ঘর নাই
বর নাই বউ নাই;
চাল ডাল থাকলে কি
খাই খুদ পান্তাই?
সকাল টু সন্ধ্যা
ইস্কুলে থাকি রে
শিক্ষক শিশু মিলে
করি আকাআঁকি রে!
বেতনের ভার যার
খাবলিয়ে খায় কি!
গড়ে দিল শিক্ষক
তারা কিছু পায় কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন