মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

যারা দেখো পথের ধারে

যারা দেখো পথের ধারে
গরু বাছুর ছাগল লাড়ে
এরা মূলে সবই পারে
এভাবে তার গুনাহ বাড়ে।
চলছে তারা পরের ঘাড়ে
বরবাদ করে জীবনটারে
প্রভু কি বোধ দেয় না তারে?
কেমনে পথিক যায় ওপারে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন