এই ব্লগের লেখাগুলো কোন কপি পেস্ট জাত নয়; একান্তই নিজস্ব লেখা।
বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
পালকি চলে
পালকি চলে পালকি চলে
মাঝে মাঝে হেইয়ো বলে!
সহকারীর তলে তলে
দেহ মন ও হৃদয় জ্বলে।
সারা জীবন চাইয়া চাইয়া
দেখতে নারি কাছে যাইয়া
কেমনে যাবে তরী বাইয়া
কোন রকম থাইয়া খাইয়া?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন