সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

পাখি। পাখি যে পাখি নয়; আবার পাখি অনেক কিছু!



ছন্দ দিয়ে একটি কথা
জানতে চাহি আজ
ভাবছি যখন পাখি নিয়ে
মাথায় আসে সাঁঝ।

দোয়েল কোয়েল ময়না টিয়া
জানি পাখির নাম
পাখি হয়েও উট পাখিটার
ঊড়া যে নয় কাম।

পরান কি-বা আত্মা যাহা
থাকে জীবের কায়
আত্মাটাকে পাখি বলা
কেমনে শোভা পায়।

সব পাখিরা ডানা মেলে
হয় যে নিরুদ্দেশ
আত্মাকে তাই পাখি বলে
হইলে পরান শেষ।

পাখির সাথে নাই কোন দিক
নাই মানুষের মিল
নয় গঠনে নয় পড়নে
নাই মিলিবে দিল।

দুইটি প্রাণীর মাঝে যদি
এত তফাৎ হয়
সৃষ্টি সেরা মানুষ হলেও
তাকেও পাখি কয়।

কি-ইবা ছেলে কি-ইবা মেয়ে
দিচ্ছে পাখি ডাক
ভাবছো কি-না এসব নিয়ে
মন-মানবী ঝাঁক?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন