সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

আমার পাপকর্মের দায়িত্ব শুধু আমার একলারই নয়; আমার মাও এর অংশীদার



ফাঁসির আদেশ পাওয়া এক ডাকাত সর্দার বিচারকের উদ্দেশে বলল; "জনাব শুধুমাত্র আমার ফাঁসির আদেশের মধ্য দিয়ে সব কিছু শেষ হবে না। আমি আপনার কাছে আমার মায়ের জিহবা কেটে নেওয়ার হুকুম চাচ্ছি।" বিচারক অবাক হয়ে, "কেন?" উত্তরে অপরাধী ব্যক্তিটি বলল, আমার মায়ের জন্যই আজকে আমার এই অবস্থা। আমি যখন ছোটবেলায় পাশের বাসার গাছের ফল চুরি করে আনতাম; আমার মা তখন তিরস্কার না করে উৎসাহিত করেছে। ছোটখাটো অপরাধ করতে করতে আমি বড় অপরাধ করার সাহস পেয়েছি। আমার মা যদি শুরুতেই আমাকে সৎ্পথে চলার এবং অসৎ পথ পরিহার করার উপদেশ দিতেন তবে আজকে আমার এই অবস্থা হত না। তাই আমার পাপকর্মের দায়িত্ব শুধু আমার একলারই নয়; আমার মাও এর অংশীদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন