সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

মনের বিজ্ঞাপন!!




-------------------------------------------------
আমার মন
-------------------------------------------------
আমার এই হৃদয়ে আছে এক মন
প্রতারণা করে না সে কারো তর সন।
ভালবেসে চাহিবে না গাড়ি বাড়ি ধন
কেউ ব্যাথা দিলে তাকে জাগে প্রতিক্ষণ।
সৎ গুণে তারে যদি ভাবে কোন জন
হৃদয় উজাড়ে প্রেম দিবে টনে টন।
দেখিনিতো কোন মনে এত আয়োজন!
যাকে খুশি তাকে দিবে যত প্রয়োজন।
আপনের খূঁজে এলে মিলে সখা বন
সুখে দুঃখে দিবে যত লাগে বিনোদন।
আছো কিনা এই মনে হবে পরিজন?
দু'টি মনে মিল সেথা রাখে সমীরণ।
সুখহীনে সুখ দিতে হবে যে পিয়ন
সব দুঃখে দুঃখী হবে আমার এ-মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন