সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

একবার তুমি এই মাঠের দিকে চেয়ে দেখ তোমার জন্য কত সাঈদী তোমার জন্য জান্নাতের দোয়া করছে!

মা!
মা গো!
ও মা!
আমি যে পারি নি মা তোমার সাথে তোমার শেষ ইচ্ছাটা একবারের জন্যও পূরণ করতে। এটা তোমার ইচ্ছা নয় শুধু মা, আমিও তো তোমার জন্য কত দিন কত রাত অপেক্ষা করছি! অপেক্ষা করেছি তাদের জন্য যারা আল্লাহর দ্বীন কায়েম করতে রাস্তায় নিজের প্রাণটুকুও কুরবান করে দিয়েছে। আমি আর সইতে পারছি না মা!


জানি, তুমি আজ জান্নাতের সুঘ্রাণ পাচ্ছো! তবুও আমি নিজেকে মানাতে পারছি না। এই দায় আমি কাকে দেব মা! আমি তোমার শেষ সময়টুকুতে তোমার পাশে থাকতে পারি নি। আমাকে মাফ করে দিও মা! আমার চোখে দ্বীন বিজয়ের স্বপ্ন।

আজ কত দিন পর বাড়িতে এলাম! যখন আমি শরশীনা মাদরাসায় পড়তাম, প্রয়োজনীয় টাকাগুলো বাবা আমাকে দিতেন। আর তুমি আমাকে ডিম, সুপারী ইত্যাদি বিক্রি করা তোমার জমা টাকা থেকে আমাকে গোপনে দিয়ে বলতে, বাবা তুই কিছু কিনে খাস বাবা! আজ আমাকে আর কেউ এভাবে বলল না মা, তোর মুখটা কেন এত শুকনা শুকনা লাগছে! আহারে, তুই বুঝি আজ কিছু খাস নাই!


আমাকে মাফ করে দিও মা! আমি যে আল্লাহর কথা মানুষকে হেদায়েতের জন্য বলেছি। আমার আর কোন অপরাধ আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখেনি মা! একবার তুমি এই মাঠের দিকে চেয়ে দেখ তোমার জন্য কত সাঈদী তোমার জন্য জান্নাতের দোয়া করছে!


এরা সবাই তোমার পথেই জান্নাতে যেতে চায়! আমি যদি তোমার থেকে ইচ্ছা করে দূরে থাকতাম তবে কি নামায পড়ার সময় হো হো করে কেঁদে ফেলতাম! এত দিন পরে তোমাকে স্বাগতম না জানিয়ে তোমাকে বিদায় জানাতে এসেছি। আমাদের বাঁধ ভাঙা কান্না আজ আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমাদের চোখের পানিগুলো আল্লাহ যেন এই জমিনের জন্য মুক্তির উছিলা করে রাখে! আমাকে ক্ষমা করে দাও মা! এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে বলে দাও, যেন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার তৌফিক দিয়ে তোমার প্রাণের তৃষ্ণা মেটায়! আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন