সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

বন্ধু হতে হাতটা ধরো!



কে আছে আর হাত বাড়াবার
মনের সাথে মন মিলাবার
লাগবে আমার হৃদয় পাথার
মনটি যাহার সদাই উদার।

বলছি হাতে হাত মিলাতে
সুখের ছোঁয়া থাকবে যাতে
দু'য়ের তরী সুখ আলোতে
ভাসবে স্রোতে দুঃখ পাতে।

কে দিবে হায় রইছি আশায়
মনের নেশায় ঘুমটি যে যায়
নয় উছলায় হৃদয় ভাষায়
বলছি দিব সব জোসনায়।

আসতে পারো দ্রুত আরো
হাত খোলা মোর মাস যে বারো
লাগলে কারো ফুল হাজারো
বন্ধু হতে হাতটা ধরো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন