সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

কেমন তুমি ভাই যাও মডু যাও! তোমার সাথে আমার কথা নাই..








ওই! ওই! মডু ভাই!
তিন তিন বার ভ্রমণ করলাম;
স্টিকির দেখা নাই

ব্লগে বাঁজছে কি শানাই?
কারোর স্টিকি এক দিনেই
কারোর সপ্তাহটাই।

আমার কি নাম নাই?
বিশ/বাইশ দিন চলেই গেল;
করছেন কি তা ছাঁই?

এমনিই চোখ রাঙাই
নোটিস বোর্ডে লেখা ছিল;
সবার হবে ঠাঁই!

কিন্তু কি আজ পাই?
ব্লগ মডুদের শৃংখলা নাই;
হয় না তা যাঁচাই।

জানি, যোগ্যতা মোর নাই।
তোমার কথায় সাহস করে
লিখি তা সহসাই!

দুঃখ কার কাছে জানাই?
সবার লেখা স্টিকি হয়;
পাই শুধু লজ্জাই!

শুধু তোমাকে জানাই!
গাল ফোলিয়ে করতেই চাই
এই দাবী আদাই

শুধু কি গাল ফোলাই!
রাগে খোবে দুঃখে গালে
ভীষণ ব্যাথা পাই

বলছ, পার্সেলিটি নাই
মাঝে মাঝে ইচ্ছা করে;
নিজেই ব্লগ বানাই!

কর যা'চ্ছে তাই
কত সময় এমনিই যায়
স্টিক ছাড়া ফাঁকাই।

আমার হিসেব মিলেনাই
সময় যে প্রায় চলেই গেল
ভাবছি নিরালাই

যাই না তো মায়ায়ই
ব্লগে লিখবে, ধর! এসবি
মডুর ফাঁসি চাই

আমি যদি যাই,
ইন্ডিন খাবে নয়তো ফাঁসি;
মরবে অযথাই

কেমন তুমি ভাই
যাও মডু যাও! তোমার সাথে
আমার কথা নাই..

ব্লগ তোমার হুদাই!
"সোনার বাংলাদেশ ব্লগ"
কও, সোনার বাঁধাই

লিখবে তুমি একাই
তোমার ব্লগে তুমিই লিখ;
আমি গেলাম। বাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন