এই ছবিটি আমার বিদ্যালয়ের। সর্বপ্রথম এই ঘরটিই তৈ্রী হয়। আর বারান্দায় যে সাইকেলটি দেখতে পাচ্ছেন, তা দিয়ে আমি প্রতিদিন এই বিল্যালয়ে আসা-যাওয়া করি। আর একটি নুতন বিল্ডিং আছে। নুতন বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়েই এই ছবিটি আমি তুলেছি। ২০০৮ সালের জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ে পেশা হিসেবে যোগদান করি। খুব ভাল লাগছে। আজ পর্যন্ত কখনো মনে হয়নি আমি দুর্বল একটি পেশায় আছি। তবে মাঝে মাঝে ওদের কাজকর্ম আমাকে এমন ভাবে সাড়া দেয় আর আমিও এমনভাবে মিশি যে মনে হয় আমিও একজন শিশু।
এই শিক্ষার্থীরা গান গাইছে। খুব সুন্দর গান গায়। ওদের কন্ঠে গায় শুনে মন ভরে যায়। কিন্তু ওরা জানে না গানের রুল, নিয়ম, রীতি। অত্যন্ত দুর্বল পরিবারের সন্তান। ভবিষ্যতে কতটুকু জানবে, আমার জানা নেই।
এভাবেই আমাকে তাদের হাতের নখ দেখায়। আমি যদি বলি তোমাদের হাতের নখগুলি আমাকে দেখাও। ওরা আমাকে এভাবেই তুলে ধরে। ওরা নিয়মিত নামাজ পড়ে। খুব ভাল শিক্ষার্থী ওরা।
ক্লাসে পড়া লিখছে আপন মনে, কোনোই জটিলতা নেই ওদের মাঝে।
সারাক্ষণই যে খেলায় খেলায় শিখন হয়ে যায়, তা না। অনেক চেষ্টায় যখন কথা শুনাইতে পারি না। তখন এরকম কিছু করি। ৩দিন পর এমন শাস্তি হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন