সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

বৈঠা মাড়ি প্রাণ সজোরে!



(আমাদের দাদি/নানি কার কাছে তো চাহিছে গো?)
-------------------------------------------------------
কষ্ট পালে সাজাই তরী
তটি ঘেরা প্রেম লহরী
ঢেউ বেদনার মাতল তবু
প্রেম সাগরে বাইছি তরী।

স্বর্গ সুবাস বাতাস ভারে
দোল খাওয়াবে পালের তারে
অন্তর মম আশার আলো
বৈঠা মাড়ি প্রাণ সজোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন