আসসালামু আলাইকুম। আমি মাহমুদ নাইস আপনাদের ব্লগের একজন নিয়মিত লেখক। আমি লিখতে পারি না। সেটা বড় বিষয় না; আমি যে চেষ্টা করছি সেটাকে আপনাদের স্বাগতম জানানো উচিৎ। জানাচ্ছেনও। এমনটাই মনে করি। এই ব্লগে লেখালেখিতে আমার প্রাণের স্পন্দন হয়। একান্তই নিজের মত করে লেখি যা ইচ্ছা। সবাই আমাকে ঠিক একই ভাবে গ্রহণ করে। এখানের লেখকগণ খুবই মার্জিত, সহনশীল এবং মানুষের কল্যাণকামী। আমি অন্য কোনো ব্লগে লেখালেখি করি না। তাই আমি জানিও না অন্য ব্লগের পরিবেশ। আর আমার জানার প্রয়োজনও মনে হয় না এই জন্য যে, আমি এখানে আমার পর্যাপ্ততা এবং যথার্থতা সবই পেয়েছি।
এখন আপনাদেরকে যা বলছি-
আপনারা আমাকে ডেকে আনেননি এখানে ব্লগিং করতে। কথাটা ১০০% ঠিক; তবে আমাদের মত লেখক ছাড়া আপনাদের কৃতিত্ব আমার জানা নাই। একটা পারবেন, যদি আপনারা নিজেরা গলাগলি ধরে লেখালেখি করেন আর আমাদের লেখতে মানা করেন। তবে এটা আপনারা চাচ্ছেন না অবশ্যই। আর এটাও চাচ্ছেন না, আমরা মনোকষ্ট পেয়ে লেখালেখি, মন্তব্য করা থেকে সাময়িক বা একেবারেই বিরত রাখি। আমাদের কিছু ভাই ইচ্ছা করে আমাদের পায়ে পারা দিয়ে আমাদের উত্তেজিত করতে চায়। আমি নাম বলবোনা তাদের আর তাদেরকে ব্লগ থেকে তাড়িত করতেও বলবো না। কিন্তু মাঝে মাঝে এমন গালিগালাজ, বাজে কথা বলে, এমনি এদের ইউজার নেমটিও অশ্লীল। জানি, নামেই পরিচয় মানুষের হয়। পুরোটা না হলেও কিছুটা রয়। আসলে যার নামটাই (শুরুটা) মন্দ সেখানে সে কি লিখবে বা কি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের জ্ঞান দেয়ার ভাষা এবং সাধ্য আমার নাই। আমি সোনারবাংলাদেশ ব্লগের একজন ব্লগার হিসেবে বলছি-সবাই লেখার অধিকার আছে এখানে। শালিন হয়ে লেখার মত লেখা লেখুক; কিন্তু তা না করে অশ্লীল ছবি, নির্লজ্জ ভাষা ব্যবহার, উশৃঙ্খল আচরণ একজন ব্লগার হয়ে আরেকজন ব্লগারকে কষ্ট দেয়। এটা কি আপনারা সুযোগ দিচ্ছেন? যদি তাই হয় সত্য; তাহলে ব্লগের পরিবেশ হবে-মসজিদের পাশে পতিতালয়ের মত। একটা জগাখিচুড়ি অবস্থা। আর কেউ না হোক কোনো নষ্টানষ্টি, ধস্তাধস্তির জন্য এখানে ব্লগিং করি না। সুন্দর কিছু মানুষের সাথে নিজের কথাগুলো বিনিময় করার জন্যই মূলতঃ আমি এখানে সময় কাটাই। আর কিছুই না। আমাদের এখানের ব্লগিং, মতবিনিময়, মন্তব্য, বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের দ্বারা একটা দেশ বা জাতি উল্টাইয়া পাল্টাইয়া যাবে না ঠিক; আমাদের লেখা বা আচরণ, মন্তব্য ইত্যাদি দ্বারা মানুষ বা জাতি কিছু শিখবে এটাকে অবিশ্বাস করতে পারবেন না।
আমি যদি একান্তই খারাপ কিছু না বলে থাকি, তাহলে ব্লগের কল্যাণার্থে চিন্তাভাবনা করবেন। এটা আমার জোর আবদার। কন্ট্রোলিং আপনাদের হাতে। ব্লগকে আপনাদের ইচ্ছা শান্তিময় কলামিষ্টদের মিলনমেলা, আবার ইচ্ছা অবাঞ্চিতদের আড্ডাখানা বানাতে পারেন। আমি আপনাদের কাছে একজন বড় মাপের কবি, সাহিত্যিক, গল্পকার, ছড়াকার ইত্যাদি করে দিতে চাই না। আর আপনারা চাইলেই কেউ এখান থেকে কিছু একটা হয়ে যাবে না। সবই আল্লাহর ইচ্ছা। আমি যেন আমার মৃত্যু পর্যন্ত সোনারবাংলাদেশ ব্লগ একটা শান্তির মিলনমেলা হিসেবে দেখতে পাই। আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া। শুধুই এতটুকু!
-------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
[ভুল হলে ক্ষমার যোগ্য আশা করি]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন