শিউলী নামের ফুলটি যেমন
কাড়ছে সবার মন
তাহার মত মন বিলাবে
কোন্ সে কানন বন?
নারী হয়ে শিউলী নামে
ফুলের মিতা হও
তবুও জানি ফুলের মত
পাপড়ী ওয়ালা নও।
শিউলী ফুলের ভালবাসায়
মৌমাছিদের ঝাঁক
নিচ্ছে মধু তবুও যে ফুল
চোখ করে না বাঁক।
এমনি করে স্বার্থহীনে
দিও হৃদয় মন
তৃপ্তি পাবে বন্ধু হবে
হাজার সংগোপন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন