গণতন্ত্র আর স্বাধীনতা আমাকে শান্তি দিতে পারেনি! আর চাই না। এবার চাই একটা ইসলামী রাষ্ট্র। যেখানে থাকবে শান্তি আর শান্তি ঠিক প্রকৃতির মত!
আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ। ৯৫% মুসলমানের দেশ। কিন্তু আমরা আজ কি দেখছি!
০ এখানে আজ হিন্দুরা কুরআনের আইন কারেকশন করার দাবী তোলে। কুরআনের ভুল ধরে নিদিধায় ইসলাম, আল্লাহ এবং রাসূল (সাঃ) সম্পর্কে যা তা বলে বেড়াচ্ছে।
০ লগি-বৈঠা দিয়ে সরল মানুষগুলোকে নির্দয়ভাবে পিটিয়ে শহীদ করা হয়।
০ স্বাধীন দেশ হয়েও দানশীল সরকারের উদার নীতিতে বাংলাদেশের ১৩গুণ বড় ভারত কে দান করে। এদেশের বর্তমান সরকার দেশটা তার বাবার পৈত্রিক সম্পদ মনে করে।
০ মুসলমান ৯৫% হলেও আজ কুরআন-হাদিস হাতে নিয়ে চলা যায় না।
০ সরকার মুসলিম নাম ধারণ করেও হিন্দুদের সিঁদুর পরে কাঁলী মা'র পূঁজা করে। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে মা' জয়ার উপর আস্থা রাখে।
০ নিবন্ধিত দল হলেও বিনা অপরাধে একটি আদর্শ ভিত্তিক দলকে ধ্বংশ করার ষড়যন্ত্র করে।
০ যুদ্ধাপরাধীরা নিজেদের দোষকে আড়াল করতে ইসলাম ধ্বংশের ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলাম প্রিয়দের কষ্ট দিচ্ছে।
০ সরকার জনগণের নিরাপত্তা না করে সরকার ও অন্ধ পাগলদের বঙ্গপিতা-মাতার চৌদ্দগোষ্ঠীর দেশি-বিদেশী আত্মীয়দের নিরাপত্তা দিয়ে সংবিধান সংশোধন করে আইন পাশ করে। আবার সররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন শৃংখলা সর্বোচ্চ ভাল যেখানে দেশে প্রতিদিন গড়ে ৯ জন মরছে সরকার দলীয় ক্যাডার আর তাদের পোশা সন্ত্রাসীদের দ্বারা।
০ গর্তশুন্য রাস্তাঘাট বাংলাদেশ জুড়ে কোথাও পাওয়া দুষ্কর।
০ চলছে শুধু মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, ধর্ষণ, ইভটিজিং, ডাকাতি সব সরকারের প্রিয় কাজগুলো।
০ ডিজিটালী সরকার ফিরে যায় ৩৫ বৎসর পুরনো অজ্ঞতা ৭২রে।
০ যুদ্ধ করেছি আমরা সবাই। কিন্তু সরকার যুদ্ধ ধুয়ে পানি খাচ্ছে সারা জীবন। তাদের রাজনীতির আর কোন ভাল কাজ নেই, যা দেখিয়ে জনগণের কাছে নিজেকে ভাল হিসেবে প্রকাশ করে।
আমি যে কি বলব! আমার হাতে কোন শক্তি নাই যে কিছু করি। তবে আমি নিরাশ নই। এই অবস্থায় আমার আর কোন চিন্তা মাথায় কাজ করেনা। শুধু একটাই চাওয়া, আল্লাহ ইসলামি আন্দোলনের সবাইকে কবুল করুন। এদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন